Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য পরিবারশিরোনামঃ বিভেদবাদী শীতকলমেঃ তরুণ চ্যাটার্জ্জীতারিখঃ 26/12/23
হাড় কাঁপানো শীতে ধনী,গরম লেপে শোয়।রাখে না খবর পথেও জীবন,হিমেতে গা ধোয়।
শীত এসেই তো তফাৎ বোঝায়,ধনীর কতোই সুখ।চাল চুলো হীন গরীবগুলোর,জীবনে কত দুখ।
ধ…


সৃষ্টি সাহিত্য পরিবার

শিরোনামঃ বিভেদবাদী শীত

কলমেঃ তরুণ চ্যাটার্জ্জী

তারিখঃ 26/12/23


হাড় কাঁপানো শীতে ধনী,

গরম লেপে শোয়।

রাখে না খবর পথেও জীবন,

হিমেতে গা ধোয়।


শীত এসেই তো তফাৎ বোঝায়,

ধনীর কতোই সুখ।

চাল চুলো হীন গরীবগুলোর,

জীবনে কত দুখ।


ধনীর শীত খুশিতে কাটে,

 রকমারি কতোই আয়েশ।

বনভোজন আর কেকের স্বাদ,

সঙ্গে পিঠে গুড় ও পায়েস।


 শীতের ছোঁবলে নিঃস্ব মানুষ,

ফেলে চোখের জল।

হীমেল হাওয়ার কাঁমড় বোঝায়,

গরীব হ‌ওয়ার ফল।


গরীবি এই অভিশাপেই,

দুঃখ ডাকে শীত।

ধনীরা মাতে মেলা খেলায়,

শোনে খুশির গীত।


শীতের জীবন বিভেদবাদী,

চোখ খুলে যায় দেখা।

ধনী গরীবের তফাৎ রেখা,

 যায় না কথায় ঢাকা।