Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফুট ওভারব্রীজ চালু ও পুরনো ব্রীজ দ্রুত মেরামতের দাবি নিয়ে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকবর্ধমানের ট্রেন স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পর গত কয়েকদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা রেল স্টেশনের ফুট ওভারব্রীজর স্বাস্থ্য পরীক্ষা করতে …



বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

বর্ধমানের ট্রেন স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পর গত কয়েকদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা রেল স্টেশনের ফুট ওভারব্রীজর স্বাস্থ্য পরীক্ষা করতে এসে অসংগতি লক্ষ্য করায় ওভার ব্রীজ টি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাত্রীদের ঘুর পথে আপ ও ডাউন ট্রেন ধরতে হচ্ছে বর্তমানে। সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান চেয়ে নাগরিক প্রতিরোধ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বুধবার যাত্রীদের স্বাক্ষর সম্বলিত দাবি নিয়ে স্টেশন ম্যানেজার শম্ভুনাথ ঘোড়ই এর কাছে ডেপুটেশন দিল। উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের নেতৃত্ব মধুসূদন বেরা, সুজয় মাইতি, অজিত মাইতি ,স্বপন মন্ডল প্রমূখ । স্টেশন ম্যানেজার দাবি গুলি যৌতিকতা স্বীকার করে  কার্যকরী ভূমিকা নেবেন বলে জানান। বেশ কয়েকটি দাবির মধ্যে ব্রীজ মেরামত সহ স্টেশন যাওয়ার মুখে আবর্জনার স্তুপ অপসারণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, যাত্রীদের সুবিধার জন্য যাতায়াতের সুব্যবস্থা, এক্সপ্রেস বেশ কয়েকটি ট্রেনকে মেচেদা স্টেশনে দাঁড় করিয়ে পান পাঠানোর সুব্যবস্থা ইত্যাদি।