Page Nav

HIDE

Post/Page

May 23, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা :---অনুতাপের স্তুপকলমে :---বামাপদ মণ্ডলতারিখ :---২৭/১২/২০২৩
আধমরা হৃদমাঝারে বিরহের বাঁশরী নিত্য বাজে করুণসুরে, আবেগপ্রবণ মায়াভরা বুকে প্রহর গুনে যৌবন বন্দরে।হৃদকমলে যবে থেকে মুছে ফেলা প্রেমকুসুমের আঘ্রাণ।…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা :---অনুতাপের স্তুপ

কলমে :---বামাপদ মণ্ডল

তারিখ :---২৭/১২/২০২৩


আধমরা হৃদমাঝারে বিরহের বাঁশরী নিত্য বাজে করুণসুরে, 

আবেগপ্রবণ মায়াভরা বুকে প্রহর গুনে যৌবন বন্দরে।

হৃদকমলে যবে থেকে মুছে ফেলা প্রেমকুসুমের আঘ্রাণ।

ছড়ানো প্রেমের বাঁশির ধ্বনি বিহীনে অন্তর ম্রিয়মাণ। 


পাগল প্রাণে নিশিযামিনী তোমার জমাটবাঁধা স্বপ্ন দেখি,

কষ্টধারায় কাঁদিতে পারিনা দুঃখ অনুতাপে শুষ্ক আঁখি।

বোবাকান্নার বিষন্নতায় স্বপ্নভাঙ্গা সুখের স্বপ্নপুরীর চোরাগলি বাঁকা,

ঠোঁট কাঁপানো দুর্বিসহ যাতনায় নীরবে দাঁড়িয়ে থাকা।


মনমন্দিরের খোলা সিঁড়িতে রৌদ্রছায়ায় জমেছে ময়লার স্তূপ,

একাকীত্বের বজ্রনিনাদে কুড়ানো মুহূর্তের মনভাঙা মৃতরূপ।

অতৃপ্ত নয়নে গভীর উষ্ণতায় ক্ষতবিক্ষত অকিঞ্চন প্রাণ,

পোড়ামনে আতঙ্কে কাঁপা সঞ্চিত ভালোবাসার দীপসুধা ম্লান।