Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে মৌপাল স্কুলে বিশেষ কর্মসূচি.

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর....রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে বিশেষ কর্মসূচি হিসেবে খাদ্যে ভেজাল বিষয়ক আলোচনা ও সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। এদিনের কর্মসূচি…


নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর....রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে বিশেষ কর্মসূচি হিসেবে খাদ্যে ভেজাল বিষয়ক আলোচনা ও সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। এদিনের কর্মসূচির শুরুতে ক্রেতা সুরক্ষা অধিকার বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দ্রকান্ত সিং প্রারম্ভিক বক্তব্য রাখেন ও সবাইকে সচেতন করেন। পুষ্টিবিদ্যা ও বিজ্ঞান বিভাগীয় শিক্ষিকা ডলি দণ্ডপাট, শিক্ষক অমিয় কুমার মান্না, জাহাঙ্গীর শেখ, সঞ্জয় কুমার মণ্ডল, সত্যজিৎ ঘোড়াই প্ৰমুখর সহযোগিতায় অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ভেজাল বিষয়ক পরীক্ষা হাতেনাতে করে দেখায়।

প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া কবি সুকান্ত ভট্টাচার্যর ভেজাল কবিতা টি পাঠ করে শোনান ও সচেতনতার বার্তা দেন।

পাশাপাশি মডেল প্রদর্শনী ও অন্যান্য কর্মসূচিও পালিত হয়।এর সাথেই সাথেই বিদ্যালয়ে গুরুত্ব সহকারে পালিত হচ্ছে 'স্টুডেন্টস্ উইক" এর নির্ধারিত কর্মসূচিগুলি।