সরকারি নির্দেশ মেনে বিদ্যালয়কে আনন্দমুখর করে তুলতে চলছে স্টুডেন্ট উইক। এক একদিন এক এক রকম কর্মসূচি থাকছে। তাতে শিক্ষাবর্ষের সূচনায় ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠছে আরও সময়োপযোগী, আরও গ্রহণীয়।
শুক্রবার, পশ্চিম মেদিনী…
সরকারি নির্দেশ মেনে বিদ্যালয়কে আনন্দমুখর করে তুলতে চলছে স্টুডেন্ট উইক। এক একদিন এক এক রকম কর্মসূচি থাকছে। তাতে শিক্ষাবর্ষের সূচনায় ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠছে আরও সময়োপযোগী, আরও গ্রহণীয়।
শুক্রবার, পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)-এ ছিল আনন্দবাজার অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা নিজেরা নানা খাবার তৈরি করে এনে স্টল দিয়েছিল। কেউ বানিয়েছিল পিঠে, কেউবা ঘুগনি, মশলা মুড়ি। ক্রেতা ছাত্রছাত্রীরাই। এই বৈচিত্র্যময় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ আবেগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়ে পোস্টার নির্মাণ করে ছাত্রছাত্রীরা। সেই সব পোস্টারের প্রদর্শনীও করা হয়। কী করে মনোসংযোগ বাড়ানো যায়, তার পাঠ দেন বিজ্ঞান বিভাগের শিক্ষক কল্যাণ মাইতি।
ক্রেতা সুরক্ষা প্রসঙ্গে আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক স্বরূপ কুমার মণ্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা তৃণা মণ্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, "আমরা আশাবাদী, এই রকম আকর্ষণীয় বিষয় ও কর্মসূচিতে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে ছাত্রছাত্রীদের। কমবে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা।" আগামীদিনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে বলেও জানান স্কুল কতৃপক্ষ।