Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর বিভাগের সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক

বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদাকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবাংলার ৩৫টি আসনের টার্গেট দিয়ে গিয়েছে রাজ্য নেতৃত্বদের উপর। একদিকে চলছে রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে মন্দ…



বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবাংলার ৩৫টি আসনের টার্গেট দিয়ে গিয়েছে রাজ্য নেতৃত্বদের উপর। একদিকে চলছে রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে মন্দিরে মন্দিরে সাফাই অভিযান তার ফাঁকে সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনায় বসল বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে ও সতীশ ধান্দ। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার একটি গেস্ট হাউসে দলীয় আভ্যন্তরীণ বিষয়বস্তু সামনে না আনলেও তৃণমূল নামক দলটিকে পরাস্ত করার জন্য দুই পর্যবেক্ষকের বিভিন্ন পন্থা পদ্ধতি প্রথম সারির নেতৃত্বদের জানিয়ে দিলেন। সেই সঙ্গে মেদিনীপুর বিভাগের সঙ্গে যুক্ত কাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম পাঁচটি লোকসভার কেন্দ্রের পদাধিকারীদের নির্দেশ দেওয়া হল আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে নিজস্ব এলাকায়। পর্যালোচনা বৈঠকে অভ্যন্তরীণ বক্তব্য না পাওয়া গেলেও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত এর বক্তব্য অমিতজী কলকাতার গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশ দিয়ে গেছেন রাজ্য থেকে ৩৫ টি লোকসভার আসন নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে, সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়া হচ্ছে , আজকের এই পর্যালোচনা বৈঠক দুই পর্যবেক্ষক বেশ কিছু নির্দেশ দিয়েছেন আজ থেকেই সাংগঠনিক স্তরে লোকসভার প্রস্তুতি শুরু করে দেওয়া হল।