বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ন নদের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে শুরু হল বুধবার থেকে পুষ্প মেলা। কোলাঘাটের এমনিতেই ফুলের হাট যার সুখ্যাতি জগৎজোড়া। পুষ্প মেলায় অংশ নিয়েছে ফুল চাষী থ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ন নদের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে শুরু হল বুধবার থেকে পুষ্প মেলা। কোলাঘাটের এমনিতেই ফুলের হাট যার সুখ্যাতি জগৎজোড়া। পুষ্প মেলায় অংশ নিয়েছে ফুল চাষী থেকে শখের পুষ্প প্রেমীরা। প্রায় পাঁচ শতাধিক ফুলের টবে শীত মরসুমের অতিথিরা পাপড়ি মিলেছে বর্ণময় রূপের ছটায়। গাঁদা, ইনকা, নানা প্রজাতির চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, বাহারি গোলাপ থেকে প্রদর্শিত হচ্ছে রকমারি ডালিয়া ফুল। উদ্বোধন করেন পুষ্প বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী বেরা। আয়োজকদের পক্ষে শ্যামল আদক বলেন কোলাঘাটের ফুলের হাট ফুল চাষ রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এই ফুলের মেলায় বহু মানুষের সমাগম ঘটে।