কলকাতা আন্তর্জাতিক বই মেলা দরজায় কড়া নাড়ছে।আগামী 18 জানুয়ারি থেকে মেলা শুরু।শেষ 31 জানুয়ারি।লেখক তরুণ চট্টোপাধ্যায়ের আগের বই তো থাকছে।এছাড়াও এবার মেলায় থাকছে আরো তিনটি বই।কেতাব-ই'র =চৈতন্য কুয়াশার চাদরে মোড়া দিনলিপি…
কলকাতা আন্তর্জাতিক বই মেলা দরজায় কড়া নাড়ছে।আগামী 18 জানুয়ারি থেকে মেলা শুরু।শেষ 31 জানুয়ারি।
লেখক তরুণ চট্টোপাধ্যায়ের আগের বই তো থাকছে।এছাড়াও এবার মেলায় থাকছে আরো তিনটি বই।
কেতাব-ই'র =চৈতন্য কুয়াশার
চাদরে মোড়া দিনলিপি।
পালকের = শকুনি। ও
দে পাবলিকেশন = মুন্নীবাঈ বাঈজী থেকে বেগম।
চৈতন্যের শেষের সে দিন নিয়ে পাঠকের নানা জিজ্ঞেসা আজও রয়েছে।তিনি জগন্নাথ অঙ্গে লীন হলেন? মন্দিরে খুন হলেন।নাকি নিজেই অন্তধান হলেন?
জটাজুট ধারী সন্যাসীর বেশে।দেনুড়, তমলুক,নবদ্বীপ, শীহট্ট সহ নানা কাহিনি।নানা জট।শেষের সে দিনের অন্তিম সমাধান।
শকুনি।
মহাভারতের এক অবহেলিত চরিত্র শকুনি।শঠ ধূর্ত প্রবঞ্চক বিপদগামী।সেই শকুনির নানা গল্প।
শকুনি কে মহান চরিত্রের ফ্রেমে আটকে লেখক প্রমাণ করলেন তিনি মহাভারতের আসল হীরো।ধর্মের পক্ষেই শকুনি।ধর্মের ধ্বজা শকুনির হাতে।মহাভারতের যুদ্ধের নায়ক তিনি।পাতায় পাতায় শকুনির নানা ছবি।
মুন্নীবাঈ থেকে মুন্নীবেগম।দীর্ঘ এক পথ চলা।মুন্নীর জন্ম উত্তর প্রদেশের সেকেন্ডার কাছে বালকুন্ডা গ্রামে।ছেলে বেলায় মা মুন্নী কে বিক্কি করে দেন বিশুর নৃত্য দলে।নানা দরবারে নাচতে নাচতে মীরজাফরের বেগম।
কলকাতা ও মুর্শিদাবাদের ঠাসা গল্পের জাহাজ নিয়ে এগিয়েছে প্রেক্ষাপট। রোমাঞ্চকর নানা কাহিনীর ঘনঘটা।
কলকাতার এলিট পতিতা পল্লীর বিছানায় সোমনাথ সে গল্প শোনান কৃষ্ণাকে ।একরাতের সে গল্পের আঁচল ধরে সিরাজ, লুৎফা,ঘসেটি সহ নানা মুখ।পলাশির যুদ্ধ। ভারতের পরাধীনতা।এক অনন্য স্বাদের নানা গল্পের ঠাস বুনন।ইতিহাস আর বাস্তব মিলেমিশে একাকার।