Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হীরকজয়ন্তী উৎসবে রবীন্দ্রমূর্তি উন্মোচন

পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে হীরকজয়ন্তী বর্ষপালন উপলক্ষ্যে বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হল বিদ্যালয় প্রাঙ্গণে। 
মূর্তি উন্মোচন করেন পশ্চিম মেদিনীপুর জেলার সমগ্র শিক্ষা…



পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে হীরকজয়ন্তী বর্ষপালন উপলক্ষ্যে বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হল বিদ্যালয় প্রাঙ্গণে। 


মূর্তি উন্মোচন করেন পশ্চিম মেদিনীপুর জেলার সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা আধিকারিক দেবাশিস মান্না। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের কাছে আবেদন জানান।



 সংগীত পরিবেশন করেন শিক্ষিকা সোমা অধিকারী, সোনালি রায় সেন, স্বাতী মণ্ডল। উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার-সহ অন্যান্য  শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।



উল্লেখ্য, স্বর্গত শিক্ষাবিদদ্বয় সাধনচন্দ্র মজুমদার ও অতুল গুপ্ত-র স্মৃতিতে এই মূর্তির ব্যয়ভার বহন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার। প্রধান শিক্ষিকা জানান, "আগামীদিনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে।" সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা তৃণা মণ্ডল।