Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম -পেয়ে হারানো কলমে-রাণু বর্মণতারিখ-১৪/১২/২৩
এসেছিলে কেন হৃদয়ের কাছে ঝরা পাতায় লিখে দিতে নাম —দিতে চেয়েছিলাম অফুরন্ত ভালোবাসা তবে কেন হল এক আকাশ অভিমান !
এইতো সেদিনই দিয়েছিলে কথা অন্তরের গভীরে নাকি দিয…


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম -পেয়ে হারানো 

কলমে-রাণু বর্মণ

তারিখ-১৪/১২/২৩


এসেছিলে কেন হৃদয়ের কাছে 

ঝরা পাতায় লিখে দিতে নাম —

দিতে চেয়েছিলাম অফুরন্ত ভালোবাসা

 তবে কেন হল এক আকাশ অভিমান !


এইতো সেদিনই দিয়েছিলে কথা 

অন্তরের গভীরে নাকি দিয়েছো ঠাঁই ;

গভীর রাতে খুঁজেছি অন্তর কোটরে

 কোথাও এ অভাগীর অস্তিত্ব নাই ।


কখনো খুঁজেছি নির্জন বিকেলে

 কখনো বেলা অবেলায় —

 হৃদয় সলিলে সাঁতার দিয়েছি, 

যদি সেখানেও দেখা হয়।

 

দেখা তো হলো না নিষ্ফলতার মনোরথে

 ভিখারীর শুন্য বাগিচা—

 ঝরা ফুলের রাশি রাশি পাঁপড়িতে 

হৃদয়ের দোলাচলতা ।


তবে কেন এলে ভেজাতে বরিষণে 

প্রেম সিঙ্গারে সাজালে এ মন 

কোথায় তুমি ?কেন অন্তরীক্ষে থাকো?

 কি করে খুঁজে পাবো এখন!


 আলুথালু বেশ সব নিঃশেষ 

পেয়ে হারানোর বেদনা —

নীলাভ গগনে হারিয়ে যেতে চাই

 ক্ষণিকের তরে তুমি কেঁদনা।