সৃষ্টি সাহিত্য যাপনহুইল চেয়ার।✍️ রাজা চক্রবর্তীতারিখ:-২৯/১২/২৩.
দেখা হলো বছর ছয়েক পরে।দাঁড়িয়ে ছিলিস বাস স্টপের ওই ভিড়ে,ইচ্ছে ছিল অনেক কিছু বলার,সাহস হয়নি রে তোর সামনে যাবার।
এখনো বুঝি মাঝখানের সিটেতে বসিস,পাশে আমার মত অন্য কা…
সৃষ্টি সাহিত্য যাপন
হুইল চেয়ার।
✍️ রাজা চক্রবর্তী
তারিখ:-২৯/১২/২৩.
দেখা হলো বছর ছয়েক পরে।
দাঁড়িয়ে ছিলিস বাস স্টপের ওই ভিড়ে,
ইচ্ছে ছিল অনেক কিছু বলার,
সাহস হয়নি রে তোর সামনে যাবার।
এখনো বুঝি মাঝখানের সিটেতে বসিস,
পাশে আমার মত অন্য কারো সাথে।
মনের কথা খুলে বলিস তাকে,
নাকি, আগের মত, এখনো চুপটি করে থাকিস।
আমার মতন সেও কি বকর-বকর করে?
দিস্ কী তাকে, যখন তখন ধমক।
আমি তো তখন হেসেই উড়িয়ে দিতাম,
সেও কি তবে আমার মতই করে।
এখনো কি তোর কাশির ব্যামো আছে?
সকাল বেলা তুলসী পাতা খাস।
নাকি, আমি নেই তাই সব দিয়েছিস ছেড়ে,
তোর কাছে যে, এখনো মনটা আছে পড়ে।
কি করে বলি, ছিল না সেদিন আমার কোন ভুল,
ভাগ্যের পরিহাসে আমাদের জীবন নদীর দুই কুল।
সেদিন, রাস্তা পার হতে গিয়ে, বিপদের মুখে পড়া,
চোখ মেলে দেখি বিছানায়, এক-পা তখন হারা।
আট মাস ঐ বিছানাতে একভাবে শুয়ে থেকে,
দেখার ইচ্ছে কতবার হয়েছে, জানাতে পারিনি তোকে।
হুইলচেয়ারে বাড়ি ফিরে ভাবি এ জীবন তবে কেন?
চেষ্টা করেও মরতে পারি নি, দেখা হোক একবার যেন।
আজকে তোকে সামনে দেখেও পারছিনা যেতে কাছে,
ভাবছি বসে ভুলেছিস যখন, পুরোনোকে ডাকা মিছে।
এ জন্মে আর হলো না তোর সাথে ঘর করা,
সুখী থাক তুই অন্যকে নিয়ে, আমার জীবন শুধুই হুইলচেয়ারে চড়া।
R.c..@...15/9/21.(রচনা)