বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপ্রবাদপ্রতিম বিপ্লবী বিমল দাশগুপ্ত, স্বাধীনতা সংগ্রামী গোপী নন্দন গোস্বামী, শিক্ষাবিদ সুশীলা মন্ডলের পরিকল্পনায় অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ভ বিদ্যাসাগরের নামাংকৃত বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের ২…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
প্রবাদপ্রতিম বিপ্লবী বিমল দাশগুপ্ত, স্বাধীনতা সংগ্রামী গোপী নন্দন গোস্বামী, শিক্ষাবিদ সুশীলা মন্ডলের পরিকল্পনায় অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ভ বিদ্যাসাগরের নামাংকৃত বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের ২০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো মেছেদাতে বৃহস্পতিবার। ২০০৪ সালের ২৯ শে ফেব্রুয়ারি বিদ্যাসাগর স্মৃতি ভবনের দ্বারতঘাটন করেন বিশিষ্ট বিজ্ঞানী সুশীল কুমার মুখোপাধ্যায়। সেই দিনটি কে স্মরণ রাখার জন্য প্রতিবছরই পালন করে আসছে ট্রাস্টের পক্ষ থেকে। বিদ্যাসাগর থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন গনেন রায়, মানব বেরা, বিশ্বনাথ পড়িয়া, অধ্যাপিকা অনুরূপা দাস, দিলীপ মাইতি প্রমূখ। দুস্থ ছাত্র ছাত্রীদের আজকের দিনটির কথা স্মরণ করে পাঠ্যপুস্তক ও বিতরণ করা হয় ।