Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে অনুষ্ঠিত হলো স্বাস্থ্যের অধিকার বিষয়ক কর্মশালা..

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....পশ্চিমবঙ্গ পিপলস্ রিলিফ কমিটির ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরেও অনুষ্ঠিত হলো স্বাস্থ্যের অধিকার বিষয়ক জেলা স্তরের কর্মশালা। রবিবার কমিটির উদ্যোগে এব…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....পশ্চিমবঙ্গ পিপলস্ রিলিফ কমিটির ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরেও অনুষ্ঠিত হলো স্বাস্থ্যের অধিকার বিষয়ক জেলা স্তরের কর্মশালা। রবিবার কমিটির উদ্যোগে এবং এসোসিয়েশন অব হেলথ সার্ভিসেস ডক্টরস্ পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ , পশ্চিমবঙ্গ মেডিক্যাল সেলস্ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, হোমিওপ্যাথি চিকিৎসক সমিতি ও সুডেন্টস্ হেলথ হোমের ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও গণসংগঠনের দুই শতাধিক প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় সঙ্গীত পরিবেশন করেন বিজ্ঞান মঞ্চের শিল্পীরা। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রিলিফ কমিটির সাধারণ সম্পাদক চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সমিতির সদস্য রাজেন্দ্র প্রসাদ,ডাঃ নির্মাল্য দাস, ওব্লুবিএমএসআরইউ এর রাজ্য সহ সভাপতি চন্দ্রনাথ ব্যানার্জী, এন আর এস হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাঃ অনুপ রায় প্রমুখ।