Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম-- স্বাধীনতাকলমে- পাপিয়া নন্দী
স্বাধীনতা, এক অনন্য অখণ্ড-অবিভক্ত ভারতের, স্বপ্ন দেখিয়েছিলে তোমরা। এক মহান অবিভক্ত বাংলার ছবি, সব ধর্মের ঊর্ধ্বে উঠে-- ভারতবর্ষ হোক সকলের গৃহ। বীর শহীদের রক্তে, স্বাধীনতার…


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম-- স্বাধীনতা

কলমে- পাপিয়া নন্দী


স্বাধীনতা,

 এক অনন্য অখণ্ড-অবিভক্ত ভারতের,

 স্বপ্ন দেখিয়েছিলে তোমরা।

 এক মহান অবিভক্ত বাংলার ছবি,

 সব ধর্মের ঊর্ধ্বে উঠে--

 ভারতবর্ষ হোক সকলের গৃহ।

 বীর শহীদের রক্তে,

 স্বাধীনতার আলোকিত সকাল আমরা দেখছি!

 কেউ এলগিন রোড এর বাড়ি থেকে---

 জাপান অবধি,

 এই মহান পথ পেরিয়ে এসে পেয়েছেন---

 মহানিষ্ক্রমণের পুরস্কার!

ক্ষুদিরাম,সূর্যসেন,প্রফুল্ল চাকী,

 এই নামগুলো যেন এক একটা জলন্ত সূর্য!

 হাসতে হাসতে যারা---

 জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন, 

তাদের কথা আমরা কতটা স্মরণ করি আজ?

আজকের দিনটা আমরা,

 ছুটির আমেজেই কাটিয়ে দিই হালকাভাবে।

 স্বাধীনতার ভোর,

প্রভাতফেরি আর কুচকাওয়াজের শব্দ--

 আমাদের শিহরণ জাগায় ঠিকই;

 কিন্তু স্বাধীনতার সচেতনতার বার্তা---

 আমাদের অন্তরে কতখানি নাড়া দেয় আজ!

বাস্তব জগতের মূল ভিত্তি হলো ভালোবাসা, বিশ্বমানবতার আজ বড় অভাব। 

মানুষের সাথে মানুষের সম্পর্ক---

 আজ তলানীতে!

আজ আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত ,

আমরা ভুলে যাই---

 কি ভয়ংকর জীবনপণ-আত্মত্যাগের মধ্যে দিয়ে, আমরা পেয়েছি এই স্বাধীনতার সকাল।

রেনকোজি মন্দিরের,

 ঐ বন্ধ ঘরটার দিকে তাকিয়ে---

 আমাদের মনে পড়ে যায়,

 এক মহান বিপ্লবী, 

এই ঘরটাতেই স্বাধীনতার সাজা ভোগ করে গেছেন আজীবন।

সেই বিতর্কিত "চিতাভস্ম",

যার মধ্যে মিশে আছে---

 আসমুদ্রহিমাচল মানুষের সংশয়-সন্দেহ আর ধোঁয়াশা!

ভারতবাসী,

 আজও জানতে পারল না প্রকৃত সত্যটা; 

স্বাধীনতার ভেলা--

 ভেসে ভেসে আজ চলেছে বহুদূর!

সেই ভেলার মাস্তুলে ঝরে চলেছে--

 আজও বীর শহীদদের রক্ত!