বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা এক গ্রাম পঞ্চায়েতের জিঁয়াদা বাজার সংলগ্ন দুগ্ধ সেন্টার থেকে টোপা ড্রেনেজ খালের বাঁধ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অনুপযোগী ছিল। রাস্তাটি দ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা এক গ্রাম পঞ্চায়েতের জিঁয়াদা বাজার সংলগ্ন দুগ্ধ সেন্টার থেকে টোপা ড্রেনেজ খালের বাঁধ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অনুপযোগী ছিল। রাস্তাটি দিয়ে উত্তর জিঁয়াদা, বাঁকাডাঙ্গা গ্রামের বাসিন্দারা ছাড়াও স্থানীয় বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। নিত্য নৈমিত্তিক অর্থ উপার্জনের জন্য স্থানীয় বেশ কয়েকটি বাজারে রাস্তাটি প্রধান ভূমিকা পালন করে কৃষিজীবী মানুষদের। দূরদূরান্তে যাওয়ার জন্য ভোগপুর স্টেশনের জন্য এই রাস্তা ব্যবহার ও হয়। এলাকার অধিবাসীদের দীর্ঘ আন্দোলনকে মান্যতা দিয়ে রাস্তাশ্রী/ পথশ্রী -২ প্রকল্পে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনস্থ ডাবলু বি এস আর ডি এ কর্তৃপক্ষ গত ২৩ সালে ৪৭ লক্ষ ৭৪ হাজার ৬২১ টাকা মঞ্জুর করে এক ঠিকাদারকে ঢালাই রাস্তার রূপান্তরের জন্য কাজের ওয়াক অর্ডার দেন। সেইমতো ঠিকাদার ২৩ সালের মে মাসে কাজ শুরু করেন। বেশ কিছুটা অংশ মাটি বালির ব্যাডস এর কাজ হওয়ার পর বর্ষা এসে যাওয়ায় রাস্তাটি জলের তলায় চলে যায়। প্রায় দু মাস রাস্তাটি জলে ডুবে থাকায় ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দূরহ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। অবিলম্বে রাস্তাটি ঢালাই করার দাবিতে মঙ্গলবার কোলাঘাট ব্লক রাস্তা উন্নয়ন কমিটির পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর সাথে দেখা করা হলে উনি জানান যে কাজ পেয়েছিলেন তার কাজের বরাত বাতিল করা হয়েছে। নতুন করে কাজের ওয়াক অর্ডার ইস্যু করা হবে। নতুন করে কাজ শুরু হওয়ার আগে সামনেই লোকসভা নির্বাচন, নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ পেলে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির আরো ভয়ংকর রূপ নেবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন বর্ষার সময় ছাত্র-ছাত্রীরা রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুল যাওয়া বন্ধ রাখতে বাধ্য হয়। দীর্ঘ পঞ্চায়েত ব্যবস্থা তেও উত্তর জিঁয়াদা গ্রামের কোন একটিও রাস্তা পূর্ণাঙ্গ রূপে কংক্রিট হয়নি। ভুক্তভোগী জনসাধারণের সুবিধার্থে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে ওয়াক অর্ডার ইস্যু করা হোক। এখন দেখার বিষয় প্রশাসন তৎপরতার মধ্যে কতখানি অগ্রণী ভূমিকা নেয়।