Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রঘুবংশ পত্রিকার বইমেলা সংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... রবিবার সকালে মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি প্রেক্ষগৃহে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো 'রঘুবংশ' পত্রিকার বইমেলা সংখ্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক শ্রীকান্ত আচার্য।সভায় স…


 

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... রবিবার সকালে মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি প্রেক্ষগৃহে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো 'রঘুবংশ' পত্রিকার বইমেলা সংখ্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক শ্রীকান্ত আচার্য।সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি ড.শান্তনু পান্ডা‌। এদিন পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও প্রাক্তন অধ্যাপক কুমারেশ ঘোষ, বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ্ ডঃ সন্তোষ ঘোড়াই,সাহিত্যপ্রেমী উদ্যোগপতি চন্দন বসু, কবি অচিন্ত নন্দী, প্রাক্তন প্রধান শিক্ষিকা ও কবি নপূর ঘোষ, প্রধান শিক্ষক স্বপন পইড়া, কাগজের নৌকা পত্রিকার সম্পাদক বরুণ বিশ্বাস, রক্তদান আন্দোলন ও সুবর্ণরৈখিক ভাষা প্রসারের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অচ্যুত চাটার্জী, প্রচেষ্টা পত্রিকার সম্পাদক মুকুন্দরাম চক্রবর্তী, ডুলুং কবিতা উৎসবের কর্নধার কবি সৌমেন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অতিথিদের বক্তব্যে উঠে আসে ছটো পত্রিকার ইতিহাস,ঐতিহ্য, প্রাসঙ্গিকতার কথা।সকলে রঘুবংশ পত্রিকার প্রশংসা করেন এবং উত্তোরত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।


কবিতা পাঠে অংশ নেন কবি মৃত্যুঞ্জয জানা, কবি গোপেশ রায়, কবি মঙ্গল হাজারা, কবি ও লোকসংস্কৃত গবেষক শেখর মাহাত, কবি নির্মাল্য খামখাট, কবি শুক্লা পড়্যা, মৌমিতা বাঁকুড়া, তনুশ্রী ভট্টাচার্য, রাজু রানা দাস, রাকেশ দাস, বিশ্বনাথ দিকপতি, সুদীপ কুমার খাঁড়া, নূপুর ঘোষ প্রমুখ। সঙ্গীত পরিবেশন রেন গায়ক দীপেশ দে ও মৌমিতা বাঁকুড়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রীতা দেব বেরা। অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পত্রিকার সম্পাদক শ্রীকান্ত আচার্য ও সভাপতি অধ্যাপক ড. শান্তনু পান্ডা।