Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিরোধী দলনেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের সিদ্ধাতে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি দল সন্দেশখালি যাওয়ার পথে ৬০ কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়েতে আটকে দেয় পুলিশ। বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর বিরোধী দলের নেতা সহ পরিষদ…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি দল সন্দেশখালি যাওয়ার পথে ৬০ কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়েতে আটকে দেয় পুলিশ। বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর বিরোধী দলের নেতা সহ পরিষদীয় দলের নেতাদের পুলিশ গ্রেপ্তার করে। এই খবর রাজ্যে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলীয় কর্মীরা পথে নেবে প্রতিবাদ জানাতে থাকে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধাতে দলীয় কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে এর প্রতিবাদ করতে থাকে। সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। উপস্থিত ছিলেন রাজ্য নেতা অনুপম মল্লিক, পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, বিজেপি নেতা শিশির মন্ডল, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবব্রত পট্টনায়েক, জেলা সংখ্যালঘু সভাপতি শেখ সাদ্দাম হোসেন, শিবু প্রামানিক সহ ব্লক ও জেলা স্তরের নেতৃত্ব। প্রায় আধঘন্টা ধরে অবরোধ চলার পর পাঁশকুড়া থানার বিশাল পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। কোলাঘাট ছাড়া পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে দলীয় কর্মী সমর্থকরা বিরোধী দলনেতা কে গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে থাকে।