বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বিজেপি চালিত শান্তিপুর ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হাকোলা স্কুলে পরীক্ষা দিতে আসা আগত উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের চন্দনের ফোঁটা ও গোলাপ ফুল দিয়ে সা…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বিজেপি চালিত শান্তিপুর ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হাকোলা স্কুলে পরীক্ষা দিতে আসা আগত উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের চন্দনের ফোঁটা ও গোলাপ ফুল দিয়ে সাফল্য কামনা করতে দেখা গেল প্রথম দিন অর্থাৎ শুক্রবার। এই স্কুলে বেশ কয়েকটি স্কুলের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। উপস্থিত থাকতে দেখা যায় শান্তিপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মন্ডল, উপপ্রধান নবীন দাস, জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সদস্যা আলপনা হাবড়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দল নেতা বামদেব গুছাইতকে। অঞ্চলের উপপ্রধান নবীন দাস এক সাক্ষাৎকারে জানান এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দলীয় কর্মী সমর্থকরা চন্দনের ফোঁটা গোলাপ দিয়ে পরীক্ষার সাফল্য কামনা করছে। উল্লেখ করা যায় শুধু এই পঞ্চায়েত নয় তমলুক মহাকুমার বিভিন্ন স্থানে শাসক থেকে বিরোধীরা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছে।