Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাশ্মীরের পুলয়ামায় শহীদ জোওয়ানদের স্মরণ করার মধ্য দিয়ে ৪৪ তম বর্ষ সারস্বত উৎসব শুরু বল্লুকে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকতমলুক মহকুমা জুড়ে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে বুধবার হংস বাহানা দেবী সরস্বতীর আরাধনা। দিনটি আবার ভ্যালেনটাইন ডে বা পবিত্র প্রেমের দিন। শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক গ্রামে ৪৪ তম বর্ষে নিউ নবীন সং…



বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

তমলুক মহকুমা জুড়ে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে বুধবার হংস বাহানা দেবী সরস্বতীর আরাধনা। দিনটি আবার ভ্যালেনটাইন ডে বা পবিত্র প্রেমের দিন। শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক গ্রামে ৪৪ তম বর্ষে নিউ নবীন সংঘ আয়োজন করল কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনাকে সামনে রেখে তাদের বাগদেবীর আরাধনা। স্বাধীনতা আন্দোলনের পিঠস্থান বল্লুক হাট বা বিদ্রোহী নগরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, সাহিত্যিক সুকুমার মাইতি, পঞ্চায়েত প্রধান পলি দিন্দা প্রামানিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনি জানা, সম্পাদক সন্দীপ জানা, ডাক্তার গোলক মাঝি ,সাথী মাইতি কর এবং হরনাথ রানা প্রমুখ। পুরোহিত্য করেন বংশীবাদন জানা। মিৎশিল্পী সম্মান প্রদান এবং ঐতিহাসিক সরস্বতী প্রতিমা সম্মেলন বল্লুকে বছরের পর বছর অনুষ্ঠিত হয়ে মানুষজনকে আনন্দ দান করে আসছে। অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকের গুলুডিয়া শ্রীরামকৃষ্ণ শিশু নিকেতনের আরাধনা ৪৭ তম বর্ষে পড়ল, উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা।