Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রৌঢ়া সব্জি বিক্রেতার পাশে কুইজ কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...মেদিনীপুর সদর ব্লকের পাথরা এলাকার বাসিন্দা প্রৌঢ়া প্রমিলা বাগ দীর্ঘদিন ধরেই পাথরা সংলগ্ন হাতিহল্কা,রাজারবাগান সহ অন্যান্য গ্রাম গুলোতে মাথায় ঝুড়িতে টাটকা সব্জি নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করেন। নিজের…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...মেদিনীপুর সদর ব্লকের পাথরা এলাকার বাসিন্দা প্রৌঢ়া প্রমিলা বাগ দীর্ঘদিন ধরেই পাথরা সংলগ্ন হাতিহল্কা,রাজারবাগান সহ অন্যান্য গ্রাম গুলোতে মাথায় ঝুড়িতে টাটকা সব্জি নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করেন। নিজের বলতে তেমন কেউই নেই। এক ভাসুরপোর কাছে থাকেন। প্রমীলা দেবীর পাশে দাঁড়াতে এগিয়ে এলো কুইজ কেন্দ্র।স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে প্রমীলা দেবীর হাতে উপহার হিসেবে শাড়ী,কম্বল ও মশারী তুলে দেওয়া হয়।কুইজ কেন্দ্রের তরফে উপহার গুলো তুলে দেন কুইজ কেন্দ্রের সদস্য, চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রাক্তন ছাত্র,তরুণ পুলিশ কর্মী শুভরাজ আলী খান। উপহার তুলে দেওয়ার পাশাপাশি শুভরাজবাবু প্রমীলা দেবীকে মিস্টি মুখ করান। প্রমীলা দেবী শুভরাজবাবুকে প্রাণ খুলে আশীর্বাদ করেন।

এমন একজন প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা। কুইজ কেন্দ্রের পক্ষে সভাপতি রিংকু চক্রবর্তী ও সম্পাদক সুজন বেরা জানান, তাঁরা বরাবরই নিজেদের সাধ্যমতো অসহায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এই চেষ্টা জারি থাকবে।এমন একজন প্রান্তিক মানুষের পাশে কিছুটা হলেও দাঁড়াতে পেরে তাঁরা খুশি।