নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের সাংস্কৃতিক সংগঠন ছান্দসিক আবৃত্তি চর্চা কেন্দ্রের পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবীন্দ্র নিলয়ে সভাগৃহে। বিশিষ্ট অতিথি বৃন্দের উপস্থিতিতে পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের ম…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের সাংস্কৃতিক সংগঠন ছান্দসিক আবৃত্তি চর্চা কেন্দ্রের পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবীন্দ্র নিলয়ে সভাগৃহে। বিশিষ্ট অতিথি বৃন্দের উপস্থিতিতে পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, লেখক ও চিকিৎস ডাঃ বিমল গুড়িয়া মপ্রধান শিক্ষকা সুনন্দা ঘোষাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লক্ষ্মণচন্দ্র ওঝা, বিশ্বজিৎ কুন্ডু, পার্থ পন্ডা,রথীন দাস, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া,মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সুব্রত মহাপাত্র,সুমন চ্যাটার্জী, পরিমল মাহাত,সবিতা মান্না,রীতা বেরা,লেখিকা অনামিকা তেওয়ারি,নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত, শ্রাবনী দত্ত,সুজয়া হালদার,বাচিক শিল্পী কুমারেশ দে,আগমনী কর মিশ্র,শায়েরী অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।ছিলেন হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ও সংকল্প ফাউন্ডেশনের প্রতিনিধিরা। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণে রেখে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি ভবানীপ্রসাদ মজুমদার স্মরণে কবিতা পরিবেশন করলেন ছান্দসিকের সদস্য-সদস্যারা।সমবেত কবিতা ও একক কবিতা পরিবেশন করলেন ছান্দসিকের সদস্যরা। ছিল কবিতা কোলাজ "প্রেম এক অন্তর্লীন অনুভব" । সংগীত পরিবেশন করেন পার্থ পন্ডা অমৃতা ঘোষাল ও রথীন দাস। অতিথি শিল্পী হিসেবে অজন্তা মাইতি রায় ও চিত্তরঞ্জন দাস আবৃত্তি পরিবেশন করেন। ছান্দসিকের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন মৃদুলা ভুঁইয়া জয়া মুখার্জী মধুছন্দা মাইতি গার্গী শাসমল অহনা শাসমল পার্থ পন্ডা পার্থ দত্ত ও অমৃতা ঘোষাল সহ অন্যান্যরা। সঞ্চালনায় ছিলেন শুক্লা মুখার্জী।তবলায় সহযোগিতা করেন পরেশ দাস ও সিন্হেসাইজাইরে প্রদীপ দাস।