নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... সকলের জন্য ন্যায়বিচারের লক্ষ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় খড়্গপুর মহকুমার ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাগড়া গ্রামের বাসিন্দা বিশেষ চাহিদা সম্…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... সকলের জন্য ন্যায়বিচারের লক্ষ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় খড়্গপুর মহকুমার ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাগড়া গ্রামের বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা ফাল্গুনী ঘোষের হাতে একটি হুইল চেয়ার তুলে দেওয় হয়। ফাল্গুনী দেবী শারীরিক ভাবে ৮০ শতাংশ প্রতিবন্ধী। তাঁর চলাফেরার জন্য হুইল চেয়ারটি খুব প্রয়োজন ছিল।শুক্রবার আইন পরিষেবা সহায়ক বাসুদেব চক্রবর্তীর সহযোগিতায় জেলা আইনী পরিষেবা সংস্থার এল ডি সেক্রেটারী দিব্যেন্দু নাথ ফাল্গুনী দেবীর কাছে পৌঁছে দেন। এই কাজে সহযোগিতার জন্য জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এডিএম ডেভলেপমেন্ট কেম্পাহোনাইয়া এবং তাঁর দপ্তরকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে।