Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন **********************             আজ  আন্তর্জাতিক নারী দিবস **********************             তুমি নারী        """"""""""""""    ধ্রুবজ্য…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

**********************

             আজ  

আন্তর্জাতিক নারী দিবস 

**********************    

         তুমি নারী

        """"""""""""""

    ধ্রুবজ্যোতি ঘোষ


    ২৪ ফাল্গুন, ১৪৩০

        ০৮.৩.২০২৪

**********************

তুমি আমার ছোট্ট জামাটার মধ্যে

আমার আরো ছোট্ট মাথাটা গলিয়ে দাও, 

আমার ছোট্ট নাসারন্ধ্রের হড়হড়েটা

আঁচলের স্নেহ দিয়ে দাও মুছিয়ে। 

জলপটির শীতল ধৈর্য ধরে

জ্বরকে দাও নির্বাসন। 

আমার একটু অকারণ হাসির জন্যে

তোমার হাড়মাস দাও অকাতরে বিলিয়ে ;

একটা অদৃশ্য নাড়িতে বেঁধে রাখো আমাকে আজীবন! 

অথচ কত না যত্ন করে ভুলিয়ে দাও আমায়

আঁতুড়ঘরে তোমার নাড়িছেঁড়া 

আমার সেই আজন্মের ঋণ! 

ভুলেও কি ভুলতে পারি কোনো দিন? 


তুমি এক নারী, 

তুমি তো মা 

আমার চির আশাবরী! 


একবার হরিণীর মতো তাকিয়েছিল সে চকিতে‌! 

সেদিন ছিল বসন্ত পঞ্চমী;

আমার কাঁচা যৌবনের অস্মিতা

ভেসে গিয়েছিল

অসহ্য উন্মাদনায়, 

অসম্ভব ভালোলাগার ঝর্ণাতলায়... 


তুমি এক অর্ধস্ফুট নারী, 

আমার কল্পনার রাইকিশোরী! 


দ্বিধা থরথর তুমি ভরাযৌবনা 

যেদিন আনত চোখে হয়েছিলে

পিসার হেলানো টাওয়ার, 

আমি হয়েছিলাম অসীম আকাশ! 

পরক্ষণেই চরাচর শুনেছিল আমার তীব্র অহঙ্কার! 

শোনো এই বিপুল জনারণ্য! 

শোনো উচ্ছ্বল তটিনী তরঙ্গ! 

শোনো পর্বতের সুরম্য বিভঙ্গ! 

আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ! 

প্রতিধ্বনি ছড়িয়ে গিয়েছিল নক্ষত্রলোকে:

"ভালবাসি! ভালবাসি!" 


তুমি প্রকৃতি, আমি পুরুষ

আমি শুক, তুমি সারী

তুমিই ধরিত্রী 

তুমি নারী!


একদিন তুমি হলে আমার অর্ধেক আকাশ! 

অবশেষে নিভে যায় ছাদনাতলার

উৎসবের উচ্ছ্বাস! 

চার দেয়ালের নিভৃতে  

বললে তুমি লাজবন্তী হেসে

"আমি তোমার, 

আজ থেকে শুধুই তোমারই!" 

সেদিনই হলো আমার প্রথম হার। 


আধখাওয়া আপেল যায় গড়াগড়ি ফুলশয্যায়;

ফুরিয়ে যায় নিমেষে

আদম ইভের কৃপণ সুসময়! 


তুমি এক নারী! 

তুমি আমার জীবন সহচরী! 


একদিন রাত ঘন হয়ে আসে

কেউ নেই কোথাও,

আছ তুমি কাঁপা হাতে

নেবুলাইজার নিয়ে

আমার শেষের কবিতার পাশে! 

আর আছে ধুলিধূসরিত নীরব অ্যালবাম

বিস্মৃতির উইধরা তাকে;


বালিশের নীচে কালো এক অজানা খাম

কার অপেক্ষায় পড়ে থাকে? 


তুমি নারী, 

তুমিই তো অদ্বিতীয়া ঈশ্বরী! 

তোমার সঙ্গেই

যাত্রা শুরু, 

তোমার কাছ থেকেই

শেষ খেয়া দিই পাড়ি...