সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : চায় না ওরা মোটে কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ০৫ , ০৩ , ২০২৪
চায় ওরা সব স্বগরজে আমরা যেন গরিব থাকি ,নুইয়ে মাথা ওদের পায়ে হাত যেন সব এমনি পাতি ।উঠতে বসতে সন্ধে সকালওদের ন…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : চায় না ওরা মোটে
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ০৫ , ০৩ , ২০২৪
চায় ওরা সব স্বগরজে
আমরা যেন গরিব থাকি ,
নুইয়ে মাথা ওদের পায়ে
হাত যেন সব এমনি পাতি ।
উঠতে বসতে সন্ধে সকাল
ওদের নামে এমনি যেন
নিত্য তুলি জয়ধ্বনি ,
দরবারে সব যেমন দিত
রাজার নামে ঠিক তেমনই ।
চায় ওরা সব মনে মনে
দুইটি বেলা নিয়ম মেনে
পাতে ভাত না কারও জোটে ,
একটু পড়ি একটু লিখি
একটু আধটু বুঝতে শিখি
তাও কেউ চায় না ওরা মোটে ।
ভাত জুটলে আর পাতব না হাত
শিক্ষা পেলে তেমনধারা
ফেলব চিনে কোনটা কী জাত ,
কোন সে' কৃপার আসল কী রং ;
যেমন আছি তেমন থাকি
দিবারাত্র সেলাম হাঁকি
এই ভাল খুব তার চে' বরং ।
না চাই যদি আমরা এমন
ওদের জয়ে মাখব না রং ,
নাচব না আর বাহু তুলে ;
পরিবর্তে আমরা তখন
মুখোশখানা দেব খুলে
ভীষণ হ্যাঁচকা একটা টানে ।
থাকব না আর পায়ের নিচে
বুঝব যেমন চলব নিজে ,
চরব না কেউ কাকের মতন
ওদের ভাত ফেলা উঠানে ।
দানের শর্তে থাকলে বাঁধা
নিজের চোখে কেউ দেখব না ,
নিজের বোলে কেউ বলব না
লাঠি ছাড়া কেউ চলব না ;
ভোটের দিনে দেখব এমন
ধেই ধেই নাচছে কেমন রাধা ।
আমার ভোটটা দেখব চোখে
যাচ্ছে দিয়ে অন্য লোকে
সইব সবই এমনি নিশ্চুপ ,
বুঝছি যেমন বুঝব এইরূপ ।
থাকবে না কো বলব কিছু
দানের শর্ত টানবে পিছু ।
বলতে গেলেই পড়বে মনে
শিকল বাঁধা আছে পায়ে ,
ওদের কৃপার রোদ পোহাচ্ছি
যেমন পোহাই আদুল গায়ে ।
না জাগি তো ভাবব তখন ,
যেমনটা ঠিক ভাবছি এখন
দান নেব তো লজ্জা কোথায় ?
ভরসা ওদের বুকে নিয়ে
নাম তুলেছি ওদের খাতায় ।
বুঝব এমনি ক্ষতিটা কী
লাঠি ধরে যদিই হাঁটি
থাকে থাকুক না পায়ে বল ,
বুঝব না কেউ দানের এ ধুম
কাঙাল করে রাখার এ এক
হীনতর ঘৃণ্য কৌশল ।
---------------------------------------------------