Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টে জয়ী যাদবপুর বেঙ্গল টাইগার মেচেদাতে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    মেচেদা৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে এবারে জয়ী হল যাদবপুর বেঙ্গল টাইগার। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মিতালী সংঘের উদ্যোগে ২১ তম বর্ষে তাদের প্রতিপক্ষ খড়গপুর সাউথ সংঘ কে দুরানে হারিয়ে জয়…বাবলু বন্দ্যোপাধ্যায়।    মেচেদা

৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে এবারে জয়ী হল যাদবপুর বেঙ্গল টাইগার। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মিতালী সংঘের উদ্যোগে ২১ তম বর্ষে তাদের প্রতিপক্ষ খড়গপুর সাউথ সংঘ কে দুরানে হারিয়ে জয় লাভ করে। রবিবার টানটান উত্তেজনার মধ্যে এই খেলার পরিসমাপ্তি ঘটে গুলুড়িয়া শহীদ মাতঙ্গিনী ময়দানে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার হরেকৃষ্ণ বেরা, সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক সুকুমার মাইতি, ক্লাবের সম্পাদক সমীর সিংহ, সভাপতি তারাপদ আদক সহ এলাকার বিশিষ্টজনেরা। সংক্ষিপ্ত ভাষণে ডাক্তার হরেকৃষ্ণ বেরা বলেন খেলার মান উন্নয়নে যথেষ্ট উদ্যোগ লক্ষ্য করা গেছে এই সংঘের। খেলার একদল জিতবে একদল হারবে খেলার প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে আগামী দিনে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে।