Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিশু বান্ধব বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলো কিন্ডার স্মার্ট প্রি-স্কুল.

নিজস্ব সংবাদদাতা...মেদিনীপুর,,... মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডে ঈশ্বরপুর গোলাপিচক বাইপাসের ধারে মনোরম পরিবেশে,শিশু বান্ধব পরিবেশ ও আধুনিক মানের শিক্ষাদানকে পাথেয় করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইংরেজি মাধ্যম কিন্ডার স্মার্…


 নিজস্ব সংবাদদাতা...মেদিনীপুর,,... মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডে ঈশ্বরপুর গোলাপিচক বাইপাসের ধারে মনোরম পরিবেশে,শিশু বান্ধব পরিবেশ ও আধুনিক মানের শিক্ষাদানকে পাথেয় করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইংরেজি মাধ্যম কিন্ডার স্মার্ট প্রি-স্কুল। সম্প্রতি একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান  সৌমেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ হরিহর ভৌমিক,সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পীযূষ কান্তি জানা, অধ্যাপক বিশ্বজিৎ সেন, অধ্যাপিকা নিবেদিতা ভট্টাচার্য্য প্রমুখ। এছাড়াও এলাকার  শিক্ষানুরাগী ও শিক্ষাব্রতী ব্যক্তিবর্গ, সমাজকর্মীগণ, সাধারণ মানুষ, ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে কিন্ডার স্মার্ট এর কর্ণধার ড: নকুল চন্দ্র মণ্ডল উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিন্দনন জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান কিন্ডার স্মার্ট যাতে মেদিনীপুর শহরের মধ্যে একটি অন্যতম প্লেস্কুল হিসেবে গড়ে উঠতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে এবং পরিষেবা দিতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। উপস্থিত সভাধিপতি ও পুরপ্রধান তাঁদের বক্তব্যে কিন্ডার স্মার্ট স্কুলের পরিবেশ  পরিকাঠামো,ক্লাস রুম,সিকিউরিটি খেলার মাঠের ভুয়সী প্রসংশা করেন এবং কিন্ডার স্মার্ট সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য বর্তমান শিক্ষাবর্ষে এই মুহূর্তে বিদ্যালয়টিতে প্লেগ্রুপ, নার্সারি,এলকেজি,ইউকেজি বিভাগে ভর্তি চলছে। শহরের প্রাণকেন্দ্র থেকে অনেকটা দূরে কিন্তু তাদের বাড়ির কাছে এমন আধুনিক বিদ্যালয় তৈরি হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।