সৃষ্টি সাহিত্য যাপনবাস্তবিকই তাই- জয় চক্রবর্তী০৭/০৩/২০২৪
বাস্তবিকই তাইসুখ দুঃখের অনুভূতি হয় কারণ ছাড়াইঅভিমানেও এক আনন্দ আছেঅচিরেই হাত বাড়িয়ে আসবে শমন কাছেপাখি যদি না বসে তার ডালেপূর্ণতা পায়না গাছ কোনো কালেবটের ছায়ায় পথিক …
সৃষ্টি সাহিত্য যাপন
বাস্তবিকই তাই
- জয় চক্রবর্তী
০৭/০৩/২০২৪
বাস্তবিকই তাই
সুখ দুঃখের অনুভূতি হয় কারণ ছাড়াই
অভিমানেও এক আনন্দ আছে
অচিরেই হাত বাড়িয়ে আসবে শমন কাছে
পাখি যদি না বসে তার ডালে
পূর্ণতা পায়না গাছ কোনো কালে
বটের ছায়ায় পথিক এসে না দাঁড়ায় যদি
সে বটের শুদ্ধতা নিয়ে প্রশ্ন নিরবধি
কেমন সে নদী নৌকাই যদি না ভাসে
ব্যর্থতা ধরা দেয় স্বচ্ছতা প্রকাশে
বিরহ যদি না থাকে প্রেমে
গভীরতা তার মেপে নেওয়া যায় নেমে
বিপরীত ক্রিয়াতেই শৃঙ্খলিত জীবন রঙ্গ
না-তেই হ্যাঁ হ্যাঁ-তেই না সর্বদা দেয় সঙ্গ।
সুভাষগ্রাম / দঃ ২৪ পরগণা