Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন                   কবিতা      শিরোনাম  :  ভালো হবো     কলমে       :  সমর কুমার বোস     তারিখ       :  ০৬/০৩/২০২৪
     ভাবছি এবার ভালো হবো     মন্দ কথা — আর না কবো ।
     ঘুষ খাওয়া — মনে চলছে দ্বন্দ     তবু এখন থ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

                   কবিতা 

     শিরোনাম  :  ভালো হবো

     কলমে       :  সমর কুমার বোস

     তারিখ       :  ০৬/০৩/২০২৪


     ভাবছি এবার ভালো হবো

     মন্দ কথা — আর না কবো ।


     ঘুষ খাওয়া — মনে চলছে দ্বন্দ

     তবু এখন থেকে একেবারে বন্ধ ।


     ভয় দেখিয়ে হপ্তা তোলা

     আর হবে না — এই খেলাম কানমোলা ।


     গলার হার ছিনতাই

     ওসব কথা ভুলেও আর আনবো না চিন্তায় ।


     গুরুজনদের মানসম্মান 

     — আর কখনও ওদের করবোনা পড়েসান ।


     টুকলি করা পরীক্ষায়

     লাগবে না,এখন থেকে মন দেবো পড়াশোনায় ।


     মিথ্যে কথা বলা

     আর নয়, এখন থেকে শুরু সত্যের পথে চলা ।


     মদ খাওয়া

     —এখন থেকে বন্ধ বার এ যাওয়া ।


     ইভটিজিং

     না-না,তার থেকে প্রেমিকার সাথে সাইকেলে ক্রিং ক্রিং

     নরম হাতে পরিয়ে দেওয়া নকল হিরের রিং—

     আর শুভদিন দেখে একেবারে বিয়ের পিঁড়িং ।