বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটতমলুক লোকসভা কেন্দ্রের এখন বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। সম্ভাব্য প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধারণা নিয়েই রবিবার লক্ষ্য করা গেল সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা বাড়ি বা…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
তমলুক লোকসভা কেন্দ্রের এখন বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। সম্ভাব্য প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধারণা নিয়েই রবিবার লক্ষ্য করা গেল সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা বাড়ি বাড়ি প্রচার কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ অঞ্চলের গুড়চাকলি, গোপালনগর, কাঁটা মনি সহ বেশ কয়েকটি এলাকায়। বিশেষত্ব কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প গুলির লিফলেট সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি গুলিতে বিলি করা। এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির লিফলেট আগ্রহ ভাবে গ্রহণ করেছে । কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামানিক, আলী আকবর, রাজিব জৈন, শরিফুল মোল্লা সহ বিশিষ্ট সংখ্যালঘু নেতৃত্বরা।