Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রঙিন বসন্ত💚কলমে মিঠু ভট্টাচাৰ্য❤️

স্বরচিত কবিতা🌹কলমে মিঠু ভট্টাচাৰ্য❤️শিরোনাম.. রঙিন বসন্ত💚💞💞💞💞💞💞মন ফাগুনা দখিনা বাতাস স্বপ্ন হিয়া ভাসে..এসেছে বসন্ত কোকিলের গানে ফাগুয়ার রঙে হাসে...💞ফুটছে কুঁড়ি অশোক পলাশ কৃষ্ণচূড়ার বন...মিলনের লাগি রাধাচূড়া আজ উতলা আবেশ…

 


স্বরচিত কবিতা🌹

কলমে মিঠু ভট্টাচাৰ্য❤️

শিরোনাম.. রঙিন বসন্ত💚

💞💞💞💞💞💞

মন ফাগুনা দখিনা বাতাস স্বপ্ন হিয়া ভাসে..

এসেছে বসন্ত কোকিলের গানে ফাগুয়ার রঙে হাসে...💞

ফুটছে কুঁড়ি অশোক পলাশ কৃষ্ণচূড়ার বন...

মিলনের লাগি রাধাচূড়া আজ উতলা আবেশে মন..❤️

লাল শিমুলের বিরহ বেলায় সবুজ ঘাসের কোল...

আকাশে বাতাসে মুখরিত হয় এসেছে রঙিন দোল....💚

উদাসী মন ছুটছে এখন রঙিন বসন্ত দেশে...

প্রেমের ফাগুন গুলাল ওড়ানো অলি মল্লিকা হাসে....❤️

রঙিন মনে রঙিন প্রাণে পৃথিবী সাজাও আজ... অন্য রঙের মুখোশ না পরে ধরিত্রী রে করো সাজ...💞

রঙিন বসন্ত এসেছে আজিকে সাজো সাজো রব সেই...

আবিরের গানে ফাগুয়ার তানে গুলালের বেশে এই...🌹

প্রেমময়ী রাধা রং যে লাগান শ্যাম কে লহিয়া সাথে....

ব্রজো গোপীরা হোরী খেলিতে বৃন্দাবনেতে মাতে...💚

শীতের জীর্ণতা দূর করো বন্ধু বসন্তেরে দাও ডাক...

নীল দিগন্ত দখিনা বাতাস আম্রকুঞ্জের শাখ...💞

শাল পিয়ালের বণতলে আজ প্রেমের মদিরা হাওয়া...

প্রজাপতি মধুকরের সেথায় গুঞ্জন আসা যাওয়া 💚

কবিগুরু খেলেছিলেন বসন্তেতে হোরি,

শান্তিনিকেতনে খোয়াই কোপাই এর পথ ধরি,,,,❤️

গৃহবাসীদের দিয়ে ডাক বলেছিলেন যে দ্বার খোল,

পলাশের শিমুল আবির গুলাল এসেছে যে আজ দোল,,,🌹

বসন্ত উৎসবে মাতি প্রেমযমুনার কল্লোলে,,

দক্ষিনা হাওয়া প্রজাপতি ভ্রমরের হিল্লোলে,,,,,💞


রাঙা হাসি রাঙা নেশা প্রকৃতির দে দোল দে দোল গান...

রঙিন বসন্ত আসিছে আজিকে মঞ্জরিত সে প্রাণ...💚

বরণ করে নাও গো তুলে বসন্ত রাজা কে ঘরে...

রঙিন বসন্ত এসেছে হেথায় প্রকৃতির দ্বারে দ্বারে....🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹