সৃষ্টি সাহিত্য পরিবার।কবিতাঃ প্রিয় কবি কাজী নজরুল।কলমেঃ শামসুন নাহার।,৭/২/২৪
হাজার ফুলের মাঝে হাজার ভাষায়সুগন্ধময় একফুল,সে যে আমার প্রিয় কবি কাজী নজরুল।
জ্ঞানে গুণে মহিমায়,আগুনের পরশমনি অগ্নীবীনায়চীরস্মরণীয় যার তুলনা অতুল!
কন্ঠে বা…
সৃষ্টি সাহিত্য পরিবার।
কবিতাঃ প্রিয় কবি কাজী নজরুল।
কলমেঃ শামসুন নাহার।
,৭/২/২৪
হাজার ফুলের মাঝে হাজার ভাষায়
সুগন্ধময় একফুল,
সে যে আমার প্রিয় কবি কাজী নজরুল।
জ্ঞানে গুণে মহিমায়,
আগুনের পরশমনি অগ্নীবীনায়
চীরস্মরণীয় যার তুলনা অতুল!
কন্ঠে বাজে বিদ্রোহী শোষিত জনতার
অগ্নীঝরা মুক্তিকামী সুর।
কবিতায় যার মন ছুঁয়ে যায়,
গজলে উছলায় আঁখি বেদনা বিধূঁর।
দুরন্ত দূর্জয় সর্বহারার অমর কবি
গেয়েছেন যিনি সাম্যের গান।
দারিদ্রতা যাকে করেছে মহান।
আমরা বাঙালী,বিশ্ববাসী গাই তাঁর ই জয়গান।
পূর্বে যদি না উঠিত রবি
তিনিই হতেন বিশ্ব কবি।
ভাগ্যের নির্মম পরিহাসেও তিনি নন ম্লান!
বিশ্বের ঘরে ঘরে তাঁরই
অমরগাঁথা চিরদিন রবে অম্লান!
হৃদয়পটে আমি এঁকেছি যার ছবি
তিনি আর কেউ নন,""গানেরই বুলবুল""
তিনি যে মহান সাম্যের কবি,বিদ্রোহী কবি,
সর্বপরি প্রেমের কবি!
তিনি সকলের প্রিয় দুখু নজরুল। সাহিত্য পরিবার