Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনামঃ পুরুষের চোখে আজকের নারীকলমেঃ প্রলয় আইচ্তারিখঃ ০৮..০৩..২০২৪স্বত্ব_নিজস্ব
কাগজ-কলমে নারী তুমিশ্রেষ্ঠ জগৎ রূপেপুরুষ কেন্দ্রীয় সমাজে তুমিপেয়েছো কী সম্মান নিজ গুণে?
ভালবাসতে চাইলে তুমিপাবে না কখনোই পুরুষের মনকারণ পুরুষ দেখে …


শিরোনামঃ পুরুষের চোখে আজকের নারী

কলমেঃ প্রলয় আইচ্

তারিখঃ ০৮..০৩..২০২৪

স্বত্ব_নিজস্ব


কাগজ-কলমে নারী তুমি

শ্রেষ্ঠ জগৎ রূপে

পুরুষ কেন্দ্রীয় সমাজে তুমি

পেয়েছো কী সম্মান নিজ গুণে?


ভালবাসতে চাইলে তুমি

পাবে না কখনোই পুরুষের মন

কারণ পুরুষ দেখে তোমাকে

যন্ত্র রূপে, করে শুধুই যৌন নিবারণ ।


সুযোগ বুঝে প্রায়ই তুমি 

ধর্ষণ হও পুরুষের লালসার কারণে,

তাহলে থাকলো কোথায় তোমার

জগত জননী ঘরণী অবস্থান!!


সংসার গৃহে যদি তুমি

জন্ম দাও কন্যা সন্তান

পুরুষ ছুঁড়ে ফেলবে তাকে 

কোন নর্দমায় হবে তার অবস্থান।


মত্ত বাবা সুযোগ বুঝে

বিক্রি করি পণ্যরূপে

তবে তোমার সুরক্ষা কোন ঘরে

তৈরি করো নিজেকে পৌরাণিক দুর্গা রূপে।