Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জেলাস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... রবিবার মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন(MRCC)-র উগ্যোগে মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা।আনুষ্ঠানিক ভাব…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... রবিবার মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন(MRCC)-র উগ্যোগে মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা।

আনুষ্ঠানিক ভাবে  সাইন লেংগুয়েজের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন প্যারা অলিম্পিয়াড শ্রীকৃষ্ণ মাহাতো। উল্লেখ্য গোয়ালতোড়ের শ্রীকৃষ্ণ ইতিমধ্যে তাইওয়ান, কানাডা, তুরস্ক সহ বিভিন্ন দেশে ভারতের হয়ে অংশগ্রহণ করে দেশ বিদেশে থেকে ৭০ টিরও অধিক পুরস্কার পেয়েছেন l

 এদিনের প্রতিযোগিতায়র ৩২ টি ইভেন্টে খাকুড়দা , ঝাড়গ্রাম, নিমপুরা ও মেদিনীপুরে অবস্থিত চারটি প্রতিবন্ধী কল্যাণ প্রতিষ্ঠানের  ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।প্রতিটি বিভাগের প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারদের পুরস্কৃত করা হয় ও অংশগ্রগণকারীদেরও শংসাপত্র প্রদান করা হয় l অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণ মাহাতো , ক্রীড়াবিদ মুজিবর রহমান , বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক , রেডক্রসের সম্পাদক ডা۔ গোলোক বিহারী মাজি ,  ডি এস এ-এর সম্পাদক সঞ্জীব তোরই প্রমুখ lউপস্থিত ছিলেন রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন(MRCC)-এর সভাপতি চিত্তরঞ্জন মুখার্জী , সহ-সভাপতি সৌমেন ঘোষ , সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য , সহ-সম্পাদক অমিত কুমার সাহু , কোষাধ্যক্ষ অনাদি  কুমার জানা , পরিচালন সমিতির সদস্য  বিদ্যুৎ বোস,কাজল ব্যানার্জী , অরূপ ভট্ট সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা l

বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্ব ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধির উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন lঅনুষ্ঠান সঞ্চালনা করেন ড.বাবুলাল শাসমল। ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ স্কুল গেমস এন্ড স্পোর্টসের আধিকারিক ও কর্মকর্তাগণ। প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম  আহ্বাক গৌতম দে ও শিবপ্রসাদ মিশ্র সবাইকে ধন্যবাদ জানান l