Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী ইন্দ্রনীল চ্যাটার্জীর স্মৃতিতে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী ইন্দ্রনীল চ্যার্টার্জীর(রাজা)  পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চ্যাটার্জী পরিবারের উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারে অনুষ্ঠিত হল…


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী ইন্দ্রনীল চ্যার্টার্জীর(রাজা)  পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চ্যাটার্জী পরিবারের উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারে অনুষ্ঠিত হলো একটি ইন হাউস রক্তদান শিবির। শিবিরের মোট ১৫ জন রক্তদাতা রক্তদান করেন। তার মধ্যে অধিকাংশ রক্তদাতাই এই প্রথমবার রক্ত দান করেন।রক্তদান করেন প্রয়াত ইদ্রনীল বাবুর ছেলে ইদ্রায়ূধ চ্যাটার্জী। রক্তদেন ইদ্রায়ূধের বন্ধুরা এবং চ্যাটার্জী পরিবারের শুভানুধ্যায়ীরা। ইন্দ্রনীল চ্যাটার্জীর ছবিবে মাল্যদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রয়াত ইন্দ্রনীল চ্যাটির্জীর মা রেবা চ্যাটার্জী। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল বাবুর স্ত্রী ইলোরা চ্যাটার্জী,দুই ছেলে ইদ্রায়ূধ চ্যাটার্জী ও ইন্দ্রাশিস চ্যাটার্জী, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চ্যাটার্জী পরিবারের শুভানুধ্যায়ী সিদ্ধার্থ ঘোষ প্রমুখ। চ্যটার্জী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সুমন চ্যাটার্জী ,প্রতাপ চ্যাটার্জী,রাম প্রসাদ চ্যাটার্জী, প্রমুখ।

এছাড়াও শালবীথির পক্ষে উপস্থিত ছিলেন বর্ণালী মন্ডল,রীতা বেরা,সংহতি সেনগুপ্ত,সোমা মন্ডল প্রমুখ। পাশাপাশি এদিন হাসপাতাল চত্বরে উপস্থিত বহু মানুষের হাতে জলসত্রের মাধ্যমে ঠান্ডা জল তুলে দেওয়া হয়।  পাশাপাশি সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।