বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদারবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম আবির্ভাব দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদার কৃষ্টিলোক। সামাজিক প্রেক্ষাপটে সাহিত্যের এখনো যে অপরিসীম গুরুত্ব রয়েছে উপস্…
বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম আবির্ভাব দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদার কৃষ্টিলোক। সামাজিক প্রেক্ষাপটে সাহিত্যের এখনো যে অপরিসীম গুরুত্ব রয়েছে উপস্থিত বক্তাদের বিভিন্ন সমালোচনা মূলক মতামতেই প্রকাশ পেল। কবিতা থেকে সাহিত্য প্রাবন্ধিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন সাহিত্যিক সুকুমার মাইতি, সুকুমার ব্যানার্জি অনিল সামন্ত, আব্দুল মান্নান, অসিত মল্লিক সহ জেলা থেকে কবি ও সাহিত্যিকরা।