বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটগত ১৯ সালের নির্বাচনের থেকে এবারের ২৪ সালের নির্বাচন অন্য রূপ নিয়েছে তা এক কথায় পরিষ্কার। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে যেভাবে বোকা বানিয়ে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস ব্যবহার করে নিয়েছিল, …
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
গত ১৯ সালের নির্বাচনের থেকে এবারের ২৪ সালের নির্বাচন অন্য রূপ নিয়েছে তা এক কথায় পরিষ্কার। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে যেভাবে বোকা বানিয়ে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস ব্যবহার করে নিয়েছিল, এবার কিন্তু অন্য চেহারা লক্ষ্য করা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে। তমলুক লোকসভার অধীন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে যে কর্মী সভার ডাক দেওয়া হছে সভা গুলিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের উপস্থিতি বিশেষভাবে নজর করাছে। মঙ্গলবার কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এক কর্মী সভায় এমনই চিত্র লক্ষ্য করা গেল। ব্লকের বিভিন্ন প্রান্তিক স্থান থেকে সংখ্যালঘু সম্প্রদায় মানুষজনরা কর্মী সভায় অংশ নিয়ে শপথ নিল মোদিজীর স্বপ্নের ভারতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ। কর্মীসভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী, বিজেপির রাজ্য নেতা শ্যামল মাইতি, তমলুক সাংগঠনিক সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক সহ ব্লক ও জেলা স্তরের নেতৃত্ব।