Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট থেকে সবুজায়নের লক্ষ্যে সৈকত র‍্যালি

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাটবর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরাই ক্ষতি করে চলছে ।বৃক্ষ রোপনের প্রতি মনোযোগী হওয়া এখন প্রতিটি মানুষের আবশ্যকীয় কর্মসূচি হওয়া উচিত। বৃক্ষ প্রাকৃতিক সভা বাড়ায় না মাটির ক্ষয…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট

বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরাই ক্ষতি করে চলছে ।বৃক্ষ রোপনের প্রতি মনোযোগী হওয়া এখন প্রতিটি মানুষের আবশ্যকীয় কর্মসূচি হওয়া উচিত। বৃক্ষ প্রাকৃতিক সভা বাড়ায় না মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফান কে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণের বৃক্ষের ভূমিকা অপরনীয়। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হত। জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ। বৃক্ষ বহুমূল্য বনজ সম্পদ। এই বার্তা দিয়েই কোলাঘাটের গ্রিন ট্রাভেলার্সের পক্ষ থেকে শনিবার শুরু করল সৈকত র‍্যালি। ব্যানার পোস্টার ফেস্টুন ও প্রচারপত্র নিয়ে সবুজায়নের লক্ষ্যে দুদিন ধরে সাইকেলে ঘুরে বেড়াবেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সৈকত সংলগ্ন গ্রাম গুলিতে। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে  ১০০ টি পরিবেশপ্রেমী পরিবারদের হাতে গাছের চারা বিতরণ করা হবে বলে গ্রিন ট্রাভেলার্সের এর পক্ষে বিপ্লব ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান।