Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন :
শিরোনাম : " মিথ্যে জীবন"    কলমে : মৃণাল কান্তি ঘোষ         তাং : ১৫/০৬/২০২৪      """""""""""""""""""&q…

 


সৃষ্টি সাহিত্য যাপন :


শিরোনাম : " মিথ্যে জীবন"

    কলমে : মৃণাল কান্তি ঘোষ 

        তাং : ১৫/০৬/২০২৪

      """""""""""""""""""""""""""""""""


জীবন জীবনের মত চলছে, হারানোর কিছু নেই;

পাওয়া না পাওয়ার তফাৎ শুধু, আমরা লড়ছি বৃথাই।

সংগ্রাম আর সংগ্রাম শুধু, আমরা যে মধ্যবিত্ত;

কষ্ট আর দৈন্যয় ভরা ভূবন, জীবন বাঁচি যে নিত্য।


সুখের দিনে অনেক বন্ধু, বিপদে যায় যে চেনা;

মানুষ আর মানুষ নেই যে, স্বার্থের কাছে অচেনা।

কেউ কারো নয় এখানে মোরা, শুধু মায়ায় জড়াজড়ি;

স্বার্থের দুনিয়া সবাই স্বার্থপর, অযথা বাড়াবাড়ি করি।


লাভ লোকসান হিসেব নিকেষ, জীবনের শেষে শূন্য;

আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব, সম্পর্কই আজ বিপন্ন।

জীবন বাতাস শ্বাস প্রশ্বাস, কিছুই তো আমার নয়;

বুঝেও বুঝিনা করি কামনা, জীবন বড়ই অসহায়।


মিথ্যে যত বুনন সম্পর্কের, সকলে হেথা হৃদয়হীন;

কেউ কারো নয় পৃথিবীতে, দেখানো মিথ্যে উদাসীন।

হিসেব কষে পাচ্ছি টা কি! শূন্য শুধুই তো পাওয়া;

জীবনের শেষে নিঃসঙ্গ সবাই, শুধু চেলা কাঠের ধোঁয়া।

                ------------@-------------

                      -করণ দিঘী, উত্তর দিনাজপুর।