Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
প্রিয়তমাডোনা সরকার সমাদ্দারতারিখ - ১২/০৬/২০২৪
ওগো প্রিয়তমাপ্রিয়তমাডোনা সরকার সমাদ্দার
ওগো প্রিয়তমাআগামী জন্মে সব অভিমান ভুলে যেও,আবার দেখা হবে ধানসিঁড়ির তীরেঅথবা বুড়ো বট তলায়,তীব্র দাবদাহে,ঠোঁটের উপর বিন্দ…

 


সৃষ্টি সাহিত্য যাপন


প্রিয়তমা

ডোনা সরকার সমাদ্দার

তারিখ - ১২/০৬/২০২৪


ওগো প্রিয়তমাপ্রিয়তমা

ডোনা সরকার সমাদ্দার


ওগো প্রিয়তমা

আগামী জন্মে সব অভিমান ভুলে যেও,

আবার দেখা হবে ধানসিঁড়ির তীরে

অথবা বুড়ো বট তলায়,

তীব্র দাবদাহে,

ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম

আর সারা শরীর থাকবে ভিজে উন্মাদনায়,

দেখবো দুচোখ মেলে।

ভুষন্ডীর পরিত্যক্ত শিবমন্দিরে আবারো মিলবো দুজনে,

কোন বর্ষণমুখর দিনে,

একে পাপ বলেনা প্রিয়তমা,

এ যে মহামিলন প্রেমের।

কি কারণে আঘাত করেছিলাম তোমাকে আজও বলা হয় নি,

সারি সারি খাতা ভরা আছে গোপন বেদনার কালিতে,

জানি হয় তো পড়া হবে না তোমার,

তবু কোন ব্রাহ্মমুহুর্তে এসে পড়ে খাতাগুলো তোমার হাতে।

তোমার বুকের তীব্র দহন আজ আমার কন্ঠে জ্বালা ধরিয়েছে।

গত পাঁচ বছর ধরে ক্যান্সার বাসা বেঁধেছে গলায়।

দিন ফুরিয়ে এসেছে।

তোমার ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক প্রোফাইল সবই জানি।

নীরবে শুধু ফলো করি।

কোন মাধ্যমে নয়, খুব ইচ্ছে সরাসরি দেখার,

পারলে এসো একবার।

টেলিপ্যাথি বলে যদি কিছু থাকে,

একবার হলেও ভাববে আমাকে।

আজ হয়তো শেষ দিন আমার,

বুকেতে ভীষণ কষ্ট,

শুধু তুমি চোখের জলে,

মৃত্যুর পর সন্তানের কয়েকটি শ্লোকে

হয়তো পার হবো বৈতরণী।

বৈতরণীর ওপারে মালা নিয়ে অপেক্ষা করবো,

পারো তো এসো তবে,

সব অভিমান ভুলে প্রিয়তমা।

আগামী জন্মে সব অভিমান ভুলে যেও,

আবার দেখা হবে ধানসিঁড়ির তীরে

অথবা বুড়ো বট তলায়,

তীব্র দাবদাহে,

ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম

আর সারা শরীর থাকবে ভিজে উন্মাদনায়,

দেখবো দুচোখ মেলে।

ভুষন্ডীর পরিত্যক্ত শিবমন্দিরে আবারো মিলবো দুজনে,

কোন বর্ষণমুখর দিনে,

একে পাপ বলেনা প্রিয়তমা,

এ যে মহামিলন প্রেমের।

কি কারণে আঘাত করেছিলাম তোমাকে আজও বলা হয় নি,

সারি সারি খাতা ভরা আছে গোপন বেদনার কালিতে,

জানি হয় তো পড়া হবে না তোমার,

তবু কোন ব্রাহ্মমুহুর্তে এসে পড়ে খাতাগুলো তোমার হাতে।

তোমার বুকের তীব্র দহন আজ আমার কন্ঠে জ্বালা ধরিয়েছে।

গত পাঁচ বছর ধরে ক্যান্সার বাসা বেঁধেছে গলায়।

দিন ফুরিয়ে এসেছে।

তোমার ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক প্রোফাইল সবই জানি।

নীরবে শুধু ফলো করি।

কোন মাধ্যমে নয়, খুব ইচ্ছে সরাসরি দেখার,

পারলে এসো একবার।

টেলিপ্যাথি বলে যদি কিছু থাকে,

একবার হলেও ভাববে আমাকে।

আজ হয়তো শেষ দিন আমার,

বুকেতে ভীষণ কষ্ট,

শুধু তুমি চোখের জলে,

মৃত্যুর পর সন্তানের কয়েকটি শ্লোকে

হয়তো পার হবো বৈতরণী।

বৈতরণীর ওপারে মালা নিয়ে অপেক্ষা করবো,

পারো তো এসো তবে,

সব অভিমান ভুলে প্রিয়তমা।