সৃষ্টি সাহিত্য যাপন কবিতা শিরোনাম : বাস্তুচ্যুত কলমে : সমর কুমার বোস তারিখ : ১৩/০৬/২০২৪
বন্যায় ভাসলো এতদিনের ঘর বাড়ি, সবাইকে ভিটেমাটি থেকে গোটাতে হলো পাততাড়ি। তক্তপোষ, চেয়ার…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
শিরোনাম : বাস্তুচ্যুত
কলমে : সমর কুমার বোস
তারিখ : ১৩/০৬/২০২৪
বন্যায় ভাসলো এতদিনের ঘর বাড়ি,
সবাইকে ভিটেমাটি থেকে গোটাতে হলো পাততাড়ি।
তক্তপোষ, চেয়ার-টেবিল,পয়সা রাখার লক্ষীর ভাঁড়খানা,
দাদু- দিদার ছবি, খাঁচাবন্দি টিয়া -- সঙ্গে গেলোনা আনা।
স্কুলের নতুন কেনা বইগুলো যত্ন করে পিঠের ব্যাগে ভরে,
ছোট্ট খোকা চলেছে অজানা ঠিকানাতে, বাবার হাত ধরে।
অনেক দূরের স্কুল বাড়িতে হলো সবার ঠাঁই,
বিদ্যুৎ,পানীয় জল, ওষুধপত্র কোন কিছুই নাই।
দুপুরে খাবার প্যাকেট বিতরণ সকলের জন্য,
প্যাকেট খুলে খিচুড়ি - সবজি খেয়ে সকলে হয় ধন্য।
কমলা কাকিমার সকাল থেকে গায়ে বেশ জ্বর,
ডাক্তারের জন্য বসে সকাল থেকে, নাই কোন খবর।
সন্ধের পর আসে কিছু টিভি চ্যানেল আর যুবকের দল,
হাতজোড় করে মিষ্টি মুখে জিগ্গেস করে সকলের কুশল।
ওরা প্যাকেটে করে বিতরণ করে জল আর খাবার,
সেই ছবির সেলফি তুলেই তোড়জোড় করে যাবার।
রাতের বেলা মশার কামড়ে শোয়া অন্ধকারে,
গরমে সারারাত জেগে থাকা ঘুম আসে নারে।
এইভাবেই কাটে বেশ কটা দিন,
থাকতে হয় ওদের হয়ে গৃহহীন।
কদিন পর ধীরে ধীরে বন্যার জল নেমে যায়,
পোঁটলা পুঁটলি নিয়ে ওরা ফেরে নিজের বাসায়।
বাঁশ আর ত্রিপল দিয়ে ওরা বানায় নতুন ঘর,
প্রকৃতির খেয়ালে বাস্তুচ্যুত হয় ওরা বছর বছর।