Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া পৌরসভায় বস্তিবাসীদের বিক্ষোভ, মেদিনীপুর ক্যানেলপাড়ে উচ্ছেদের ঘোষণার বিরুদ্ধে।

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারী গরিব মানুষকে উচ্ছেদ করার বিরুদ্ধে শুক্রবার পাঁশকুড়া পৌরসভার বস্তি উন্নয়ন কমিটির ডাকে সহস্রাধিক মানুষের গণড…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারী গরিব মানুষকে উচ্ছেদ করার বিরুদ্ধে শুক্রবার পাঁশকুড়া পৌরসভার বস্তি উন্নয়ন কমিটির ডাকে সহস্রাধিক মানুষের গণডেপুটেশন  সংগঠিত হল পাঁশকুড়া পৌরসভার সামনে। মেদিনীপুর ক্যানেল পাড়ে সিধু কানহু স্ট্যাচুর সামনে থেকে ক্যানেল বাজার হয়ে পৌরসভা পর্যন্ত মিছিল সংঘটিত হয়। পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে মাইকিং করে ঘোষণা করা হয় সরকারি সেচ দপ্তরের জায়গায় বসবাসকারী সমস্ত মানুষ জনকে ৪৮ ঘণ্টার মধ্যে উঠে যেতে হবে। নাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর এই এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ শতাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত বসবাসকারী প্রমিলা জানা, ইশানা বিবি ,রূপালী আচার্য ,মঞ্জুরা বিবি বলেন আমরা গরীব মানুষ, মজুর খেটে খাই, লোকের বাড়িতে কাজ করে কোন রকমে সংসার চালাই। আমাদের জমি জায়গা নেই। ক্যানেল পাড় থেকে উচ্ছেদ করলে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমরা কোথায় যাব। পৌরসভার এই ঘোষণাকে তোয়াক্কা না করে যেকোনো মূল্যে এই উচ্ছেদ  রোধ করবে বলে ঘোষণা করে। পৌরসভার চেয়ারপারসন অনুপস্থিত থাকায় ভাইস চেয়ারম্যান ডেপুটেশন গ্রহণ করেন। তিনি জানান আগে সার্ভে করা হবে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডেপুটেশনের নেতৃত্ব দেন দীপঙ্কর মাইতি লক্ষীকান্ত সাঁতরা, কার্তিক বর্মন, বিনয় শাসমল প্রমুখ। অন্যদিকে কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে জাতীয় সড়কের ধারে দোকানঘর উচ্ছেদ করে দেওয়া হয়। ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।