বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকসমাজের মানুষকে সুস্থ রাখতে এগিয়ে এল শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ বিজেপি পরিবার। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে মুমূর্ষ্ মানুষের সেবায় রক্তদান শিবির, বৃক্ষরোপন কর্মসূচির …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
সমাজের মানুষকে সুস্থ রাখতে এগিয়ে এল শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ বিজেপি পরিবার। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে মুমূর্ষ্ মানুষের সেবায় রক্তদান শিবির, বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ নিষ্ঠা ভাবাদর্শ ভাবাবেক সামনে রেখে সমাজের মানুষকে সুস্থ রাখতেই এমন চিন্তা ভাবনা বলেই জানা গেছে। অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত আলোচকদের বক্তব্য ছিল প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রার পারদ, কারণ হিসাবে গাছ কেটে নেওয়া। ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোর উপর জোর দেন উপস্থিত আমন্ত্রিত সদস্যরা। তাপমাত্রার কারণে রক্তদান শিবিরের সংখ্যা খুবই কম এবারে পূর্ব মেদিনীপুর জেলায় ফলে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। সংকটমোচনের জন্য ৩৬ জন মহিলা মোট ৮৭ জন রক্তদাতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহকারীদের কাছে রক্তদান করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী তাপসী মন্ডল, রাজ্য নেতা শ্যামল মাইতি, মন্ডল নেতা মধুসূদন মন্ডল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, খারুই ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সাউ গুছাইত। অনুষ্ঠানে এবারের লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ মন্ডলের কর্মকর্তাদের সংবর্ধনাও দেওয়া হয় । কর্মসূচিতে উপস্থিত সকলকে প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী" মায়ের নামে গাছ" প্রকল্পে একটি করে চারাগাছ দেওয়া হয়।