Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রয়েল একাডেমীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বালিকাদের দু-দিনের আঞ্চলিক খো খো প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েল একাডেমীর ব্যবস্থাপনায়  সিআইএসসিই রিজিওনাল গেমস্ এন্ড স্পোর্টস-২০২৪ এর অন্তর্গত বালিকাদের খো খো দুদিনের খো খো প্রতিযোগিতা হলো মেদিনীপুর শহর…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েল একাডেমীর ব্যবস্থাপনায়  সিআইএসসিই রিজিওনাল গেমস্ এন্ড স্পোর্টস-২০২৪ এর অন্তর্গত বালিকাদের খো খো দুদিনের খো খো প্রতিযোগিতা হলো মেদিনীপুর শহরে। শুক্রবার সকালে মেদিনীপুর স্পোর্টস ডেভেলেপমেন্ট একাডেমীর মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন হয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন, শপথবাক্য পাঠ,বেলুন ওড়ানো, এবং রয়েল একাডেমীর প্রাণপুরুষ প্রয়াত ড.রজনীকান্ত দোলাই এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আয়োজক বিদ্যালয়ের অধ্যক্ষ সত্যব্রত দোলাই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জীব তোরাই, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী, সমাজকর্মী সুজয় হাজরা, ভারতীয় রেডক্রশ সোসাইটির মেদিনীপুর শাখার সম্পাদক ডাঃ গোলোক বিহারী মাজী সহ অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষগণ,উপাধ্যক্ষগণ ও আধিকারিকগণ। বিভিন্ন বিদ্যালয় তথা বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন সুজয় বিশ্বাস, সুব্রত চট্টোপাধ্যায়, আবীরা দাস,দেবিকা সরকার, পার্থসখা পাত্র, রবীন্দ্রনাথ মাইতি,নিতাই কর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, সিআইসিএসই এর রিজিওনাল স্পোর্টস কো-অর্ডিনেটর শৈলেষ পান্ডে, রিজিওনাল স্পোর্টস সাব কমিটির সদস্য ধীমান ঘোষ, স্পোর্টস ডেভলেপমেন্ট একাডেমীর সম্পাদক শক্তিপ্রসাদ মিত্র,জন শিক্ষণ সংস্থার ডাইরেক্টর পতিত পাবন মুখার্জি,পঃবঃ এসসি এসটি এন্ড মাইনোরিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভীষ্ম প্রতিম অধিকারী,রয়েল একাডেমীর অধ্যক্ষ সত্যব্রত দোলাই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সি আই এস সি ই বোর্ডের অধীন ২৬ টি স্কুল। এর মধ্যে ছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন এবং রয়েল একাডেমী। অনুর্দ্ধ-১৪, অনুর্দ্ধ১৭, অনুর্দ্ধ-১৯ এই তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। মোট তিনটি কোর্টে খেলা গুলো অনুষ্ঠিত হয়।জেলা খো খো সংস্থার তত্ত্বাবধানে সমস্ত খেলগুলি পরিচালনা করেছেন রাজ্য স্তরের খো খো অফিসিয়ালগণ। অনুর্দ্ধ-১৭ বিভাগে চ্যাম্পিয়ান হয় দুর্গাপুরের প্রণবানন্দ বিদ্যামন্দির, রানার্স হয় হুগলির পান্ডুয়ার হোলি ক্রস স্কুল, তৃতীয় হয় শিলিগুড়ির আমবাড়ির সেন্ট যোশেফ স্কুল। অনুর্দ্ধ -১৯ বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে কলকাতার হেরিটেজ স্কুল,রানর্স শিলিগুড়ির আমবাড়ির সেন্ট যোশেফ স্কুল। তৃতীয় হয় কলকাতা পাবলিক স্কুল। অনুর্দ্ধ-১৪ বিভাগে চ্যাম্পিয়ান হয় দার্জিলিং এর বাগডোগরার গুড শেফার্ড স্কুল, রানার্স হয় হুগলির পান্ডুয়ার হোলি ক্রস স্কুল, তৃতীয় হয় শিলিগুড়ির আমবাড়ির সেন্ট যোশেফ স্কুল।সফল বিদ্যালয় গুলির হাতে সুদৃশ্য ট্রফি ও মানপত্র তুলে দেওয়া হয়।এই প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সমস্ত রকমের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছিল বলে জানান আয়োজক বিদ্যালয় রয়েল একাডেমীর অধ্যক্ষ সত্যব্রত দোলাই। পাশাপাশি প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।