Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে এক নাবালিকার বিয়ে আটকে দিল প্রশাসন

বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নারাণ পাকুরিয়া গ্রামে এক নাবালিকার বিয়ে আটকে দিল প্রশাসন। মঙ্গলবার বিয়ে হওয়ার কথা ছিল। স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সরকারি ন…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নারাণ পাকুরিয়া গ্রামে এক নাবালিকার বিয়ে আটকে দিল প্রশাসন। মঙ্গলবার বিয়ে হওয়ার কথা ছিল। স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সরকারি নথি থেকে জানতে পারে ওই নাবালিকার বয়স মাত্র ১৭ বছর। ভারতীয় আইন অনুযায়ী এই বিবাহ অবৈধ। বিষয়টি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ কোলাঘাট থানার ওসি ও বিডিওর কাছে অভিযোগ জানানো হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে এই অবৈধ বিয়ে আটকানোর জন্য কোলাঘাট ব্লকের সহকারি বিডিও তপন জানা ও কোলাঘাট থানার আধিকারিক, স্থানীয় প্রশাসনকে নিয়ে বাড়িতে গিয়ে নাবালিকার বাবা ও মা সুভাষ সাউ ও রিঙ্কু সাউ এর কাছে বিয়ে বন্ধ রাখার আবেদন জানান। এবং বিবাহ সংক্রান্ত ভারতীয় আইন বিধির বিস্তারিত তথ্য নাবালিকার বাবা মায়ের কাছে তুলে ধরেন। প্রশাসনের কাছে এমন কথা শোনার পর বাবা মা বিয়ে বন্ধ রাখে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুষার ব্যানার্জি জানান নাবালিকা বিয়ে সংক্রান্ত বিষয়ে সংস্থার পক্ষ থেকে অনেক জায়গায় সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। গ্রামে গ্রামে গিয়ে এই সচেতনতা প্রচার করা হচ্ছে। তবুও দেখা যাচ্ছে এক শ্রেণির বাবা-মা এই অবৈধ কাজে যুক্ত হয়ে পড়ছেন। এ বিষয়ে আরো সচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হবে বলে তিনি জানান।