সৃষ্টি সাহিত্য যাপন কবিতাঃ- "পাবে স্রষ্টার অভিশাপ"✍ সঞ্জয় কুমার পাল তারিখঃ-০৭/০৬/২০২৪ ইংরেজী। ****************************** যেটা তোমার পক্ষে সম্ভব ই না স্পষ্ট বলে দেবে "না", মন নিয়ে কেউ মিছে মিছি …
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতাঃ- "পাবে স্রষ্টার অভিশাপ"
✍ সঞ্জয় কুমার পাল
তারিখঃ-০৭/০৬/২০২৪ ইংরেজী।
******************************
যেটা তোমার পক্ষে সম্ভব ই না
স্পষ্ট বলে দেবে "না",
মন নিয়ে কেউ মিছে মিছি
খেলা করো না।
কেউ তোমাকে বাসতে পারে
অনায়াসে ভালো,
সেটা তো নয় অপরাধ
তার মনে নেই কালো।
জানতে যখন পারবে তুমি
অথচ তুমি বাঁধা ফাঁদে,
এমন করে জানিয়ে দিও
তার অন্তর যেন না কাঁদে ।
আছি আছি নাই নাই
এটা নিশ্চিত প্রতারণা,
ফলাফলটা কি হবে তা
তোমারই তো জানা!
মিথ্যে কাউকে আশা দিয়ে
নিরাশ করতে নেই,
অনেকেই করছে এটা
চলছে অনায়াসেই।
জেনেশুনে এটা করা
চরম গর্হিত কাজ,
আজকাল তা চলছে হর্দম
করছে ধোঁকাবাজ।
মন ভাঙা আর মন্দির ভাঙা
দুটোই সমান পাপ,
অযথা কারো মন ভেঙো না
পাবে স্রষ্টার অভিশাপ।
***************