Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ - অণুগল্প শিরোনাম - বড়ো বাড়ির বড়োমা কলমে - গৌ ত ম  ত র ফ দা র শব্দসংখ্যা - ২০০ তারিখ__/ ০৭.০৬.২০২৪
      পুরোনো জমিদারবাড়ির খসে পড়া দেওয়াল ভেদ করে বিরাশি বছরের বিধবা বৃদ্ধা দময়ন্তিকা দত্তের ভয়ংকর কাশির আওয়াজ বছর একত্রিশের সু…

 


বিভাগ - অণুগল্প 

শিরোনাম - বড়ো বাড়ির বড়োমা 

কলমে - গৌ ত ম  ত র ফ দা র 

শব্দসংখ্যা - ২০০ 

তারিখ__/ ০৭.০৬.২০২৪


      পুরোনো জমিদারবাড়ির খসে পড়া দেওয়াল ভেদ করে বিরাশি বছরের বিধবা বৃদ্ধা দময়ন্তিকা দত্তের ভয়ংকর কাশির আওয়াজ বছর একত্রিশের সুঠাম বৌধায়ন বর্মণের কানে পোঁছাতেই সরাসরি নির্জন রাজবাড়ির দো'তলায় উঠে বড়োমার ঘরে ঢোকে।


     বিদেশে থাকা দুই ছেলে থাকা স্বত্বেও কেউ ভুলেও মায়ের খোঁজখবর নেয় না। 


     ছোটবেলায় আম চুরির অপবাদে গরিব ও শিক্ষিত পরিবারের একমাত্র সন্তান বৌধায়নকে এই বড়োমার লাঠির ঘা আজও ভোলেনি।


      অথচ আজ কোলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক বাড়িতে এসে বড়োমার বিচ্ছিরি কাশির আওয়াজে সেসব ভুলে গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়।


      কিছুটা সুস্থ হতেই রাজবাড়িতে বড়োমাকে ফিরিয়ে দিয়ে  সেদিনই বৌধায়ন কোলকাতায় ফিরে যায়।


        অল্প কিছুদিন পরেই বড়োমার গুরুতর অবস্থার খবর পেয়ে গ্রামে ফিরে বৌধায়ন সটান রাজবাড়িতে বড়োমার ঘরে যেতেই বোটকা গন্ধ নাকে লাগে।


         বড়োমার নিথর শরীরের পাশে ঠায় বসে থাকা বিশ্বস্ত চাকরানি কালুর মা হাউহাউ করে কেঁদে দুটো কাগজ বৌধায়নের হাতে তুলে দিল।


         অনেকটা জমি বৌধায়নের নামে লিখে দিয়ে গেছেন বড়োমা, সঙ্গে কাঁপা হাতের চিঠি, " প্রিয় বৌধায়ন, আমার হাতের সেদিনের মার ভুলে ইশ্বরের দূত হয়ে এসেছিলি আমার কাছে। 


         দশ বিঘা দামি জমি তোকে দিয়ে গেলাম যার অর্ধেকটা বিক্রি করে বাকি জমিতে এই পোড়ারমুখীর নামে অসহায় বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করিস আর জমিদারবাড়ির ট্রাস্ট থেকে বৃদ্ধাশ্রমের জন্য মাসিক অনুদান ব্যবস্থা করে গেলাম।"


             শেষজীবনের শেষ অধ্যায়ে বড়ো বাড়ির বড়োমা বড়ো মনের পরিচয় দিয়ে কাঁদিয়ে গেলেন।


_____।। বুদ্ধুরাম