Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেছেদায় রবীন্দ্র নজরুল স্মরণ

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে রবিবার বেনুকা সাহিত্য পত্রের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বর্তমান সামাজিক প্রেক্ষাপট এর উপর এক আল…



বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে রবিবার বেনুকা সাহিত্য পত্রের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বর্তমান সামাজিক প্রেক্ষাপট এর উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুকুমার মাইতি, প্রমথনাথ মন্ডল, গণেন রায়, মনোরঞ্জন খাঁড়া, ডাক্তার বিশ্বনাথ পড়িয়া, অনিল সামন্ত, প্রাণনাথ শেঠ, স্বপন বাগ, রাজকুমার পান্ডা প্রমুখ কবি ও সাহিত্যিকরা। সভাপতির আসন অলংকৃত করেন কমল কুন্ডু। সঞ্চালনার ভূমিকায় ছিলেন আনন্দ মোহন দাস।