Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা   :   বলে যাই শেখা বুলি কলমে    :   শক্তিপদ ঘোষ তারিখ    :   ০৭ , ০৬ , ২০২৪
আমরা এমনি চিরকাল   বইছি এ ভিক্ষার ঝুলি ,অন্যের করুণ নিয়ে   বাঁচায় পাই না লজ্জা  ;স্বপ্নে থাকি মগ্ন , পেতে   ছিন্ন কন্থার এ শয…


 সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা   :   বলে যাই শেখা বুলি 

কলমে    :   শক্তিপদ ঘোষ 

তারিখ    :   ০৭ , ০৬ , ২০২৪


আমরা এমনি চিরকাল   বইছি এ ভিক্ষার ঝুলি ,

অন্যের করুণ নিয়ে   বাঁচায় পাই না লজ্জা  ;

স্বপ্নে থাকি মগ্ন , পেতে   ছিন্ন কন্থার এ শয্যা ,

আকাশ ফেলে খাঁচায়   বলে যাই শেখা বুলি  ।


মনে সে' স্বর্গসুখের   বাসনাকে পুষে রেখে

পথ হাঁটি পায়ে নিয়ে   এ দাসত্বের শৃঙ্খল  ;

বোধহীন বোধের রাজ্যে   থাকি এমনি অচঞ্চল ,

অন্ধকারের রাজাকে   বসিয়ে আসন পেতে ।


মিথ্যের শাসনে মিথ্যে   সইতে নাই কারও দুঃখ ,

রাজাকে খুশ রাখতেই   বাঁধা থাকি রাজসেবায়  ;

জীবন হোক রক্তাক্ত   নিত্য শত দীনতায়  ,

হাঁড়ি ঠনঠন , রোগেও    কাবু , সব করি তুচ্ছ  ।


পিঠেতে বাড়ি খাওয়ার   গড়ি অভ্যাস সব্বাই ,

বলির পাঁঠাটি হয়ে   খুঁজি কী অলীক সুখ  ;

কৃপার কড়ি কুড়াই   সমুখেতে রেখে যূপ  ,

জীবনমরুতে তিনবেলা   বালির ঝড় সামলাই  ।


কাঁটা বিছিয়ে পথময়   ভাঙি সে' কাঁটার পথ  ,

খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি   বল থাকতে দুই পায়ে  ;

চ'ড়ে বসে আছি আমরা   জেনে বুঝে ভাঙা নায়ে ,

প্রত্যয়হীন বুক , নাই   যুদ্ধ-জয়ের শপথ  ।


চোখ কান বন্ধ রেখে   অন্ধ ও বধির থাকি  ,

লতার মতন মরি   পদে পদে ঠেকনা খুঁজে  ;

ভাবের আঁধারে হাঁটি   ভাব হাতে ভাব ঠুকে  ,

নিজেতে থাকি নিজেরা   বিশ্ববিহীন একাকী  ।


ঠিকটাকে ঠিক বলি না   ভুলটাকে বলি না ভুল ,

বশ্যতার শলাকায়   এমনি অন্ধ করি চোখ ;

ভাবের মেঘান্ধকারে   রাখি ঢেকে সূর্যলোক  ,

নাও ভাসিয়ে সাগরে   পাই না কো খুঁজে কূল ।

----------------------------------------------------------------+