সৃষ্টি সাহিত্য যাপন---
" শুধুই কল্পনা "লেখা ----সুমনা ঘোষ আহা!.......যদি জানতাম------ছোটবেলাটা একটু 'বড়' করে দিতাম। শুধুই কল্পনা। সেই গাছের ছায়ায় রান্না বাটি ,দুপুর গড়ালেই হুটোপুটি ,খেল…
সৃষ্টি সাহিত্য যাপন---
" শুধুই কল্পনা "
লেখা ----সুমনা ঘোষ
আহা!.......
যদি জানতাম------
ছোটবেলাটা একটু 'বড়' করে দিতাম।
শুধুই কল্পনা।
সেই গাছের ছায়ায় রান্না বাটি ,
দুপুর গড়ালেই হুটোপুটি ,
খেলার মাঠে ছুটোছুটি ,
বাবা-মায়ের শাসন বারণ
যদি একটু আরো বেশি পেতাম?!
যদি জানতাম-------
তোমার সাথে অনেক আরো পথ চলতাম,
আরো অনেক গল্প করে,
মন ভরে তোমায় দেখতাম।
যদি জানতাম-------
চলার পথটা আরও বেশি অতিক্রম করতাম!
শুধুই কল্পনা।
সময়ের পরিহাসে বন্দী জীবন,
ইচ্ছে গুলো সুপ্ত রাখো,
বাধ্য যে,---সময়ের নির্দেশ মানা।।