আবারঅর্বাচীন✍১১_০৬_২৪ফিরে এসেছি আবার,হারাতে হারাতে এলাম কিছুদিন পরে!অগোচরে থেকে লোভী এই আসরের,বিভোর রেখেছে হায়!যায় কি করে পঙ্ক্তি গুলো আঁকড়ে ধরে,অভিসারে কত কত আর!আবার মেলেছি বাহু,রাহু গ্রাস হতে আকুলি বিকুলি এ প্রপাতে!হাড়হাভাতে …
আবার
অর্বাচীন✍
১১_০৬_২৪
ফিরে এসেছি আবার,হারাতে
হারাতে এলাম কিছুদিন পরে!
অগোচরে থেকে লোভী এই আসরের,
বিভোর রেখেছে হায়!
যায় কি করে পঙ্ক্তি গুলো আঁকড়ে ধরে,
অভিসারে কত কত আর!
আবার মেলেছি বাহু,
রাহু গ্রাস হতে আকুলি বিকুলি এ প্রপাতে!
হাড়হাভাতে এ মন বারবার,
তার সমন পাঠায় হটায়,কি করে
তারে আর্তি তার গভীর গহীনে!
হানে যত ব্যথা সে আমার,
হার-জিত তার সাথে কি সাজে!
লাজে লজ্জায় কি আসে যায় ,
আসে যায় কোন সভায় সভ্য জগতের!
মৃতের কথা মনে রাখা অযথা,
কথা কিছু অস্ত্ররাগের পরেও বাকি!
রাখি আজ কাল হবে শুরু...